ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

টেস্টে ইতিহাস গড়ে জিতলো অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ১১ ১০:৫০:২০
টেস্টে ইতিহাস গড়ে জিতলো অস্ট্রেলিয়া

সদ্য শেষ হলো নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ডেকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সিরিজ নিজেদের কিরে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ৪ উইকেটের বিনিময়ে ৭৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য আরও ২০২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার।

আর নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৬ উইকেট। ৬ উইকেট নিতে পারলেই ২০১১ সালের পর অস্ট্রেলিয়াকে প্রথমবার হারানোর স্বাদ পেতো নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ার জয়ের পথটা সহজ ছিল না। ৩৪ রান তুলতেই চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৮০ রানে হারায় ৫ উইকেট। যার জয় হয়ে উঠে আরও কঠিণ।

তবে অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাড়ায় অস্ট্রেলিয়া। সকল বিপদকে উড়িয়ে দিয়ে চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে ক্রাইস্টচার্চ টেস্ট ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।

দিনের দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডকে ১৮ রানে তুলে নিয়ে অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক ও পেসার টিম সাউদি। তবে খেলা ঘুরিয়ে দেয় মিচেল মার্শ। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে ৯৪ রানের জুটি গড়েন তিনি। ৫ উইকেটে ১৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। জয়ের জন্য দরকার ছিল আর ১০৫ রান।

তাদের জুটি থেকে আসে ১৪০ রান। আর তাতেই জয়ের দ্বার প্রান্তে চলে যায় অস্ট্রেলিয়া। বেন সিয়ার্সের বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ১ ছক্কা ও ১০ চারে ১০২ বলে ৮০ রান করেন মার্শ। পরের বলেই মিচেল স্টার্ককে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সিয়ার্স। জয়ের জন্য তখনো অস্ট্রেলিয়ার ৫৯ রানের প্রয়োজন ছিল। অধিনায়ক প্যাট কামিন্সকে সঙ্গে জয়ের বন্দরে পৌছে যান ক্যারি।

অধিনায়ককে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৬১ রানের জুটি গড়েন ক্যারি। এতেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। ১২৩ বলে ৯৮ রানে অপরাজিত ছিলেন ক্যারি।৪৪ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। তবে হারার জন্য দায়ি নিউজিল্যান্ডের সকাল বেলা ক্যাচ ফেলে দেয়া। মার্শের ক্যাচ ফেলেন রাচিন রবীন্দ্র। যার মাশুল দিতে হয়েছে দলকে।

সময় যতে বেড়ে রোদের আলোতে ততই ব্যাটিং সহজ হয়ে গিয়েছে। চতুর্থ ইনিংসে ২৭৯ রান কিংবা তার বেশি লক্ষ্য এ নিয়ে ২০তম বারের মতো তাড়া করে জিতল শক্তিশালী দল অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর এ নিয়ে তৃতীয়বার জিতলো তারা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিততে নিউজিল্যান্ডের অপেক্ষাও আরও বাড়ল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ১ম ইনিংসে ১৬২ ও দ্বিতীয় ইনিংসে ৩৭২

অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ২৫৬ ও ২৮১/৭ (ক্যারি ৯৮*, মার্শ ৮০, কামিন্স ৩২*, হেড ১৮ ; সিয়ার্স ৪/৯০, হেনরি ২/৯৪, সাউদি ১/৩৯)

ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া)

সিরিজসেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।

সিরিজ: অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ