ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যে কারণে মাঠের বাইরে ম্যাথিউস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ০৯ ১৭:৫৪:৩১
যে কারণে মাঠের বাইরে ম্যাথিউস

শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। এদিকে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে নিয়েই টাইগারদের ইনিংসে আক্রমণ শুরু করে লঙ্কানরা। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর তৃতীয় ওভারে বোলে আসেন ম্যাথিউস। একটি বলের পর তিনি পায়ে অস্বস্তি অনুভব করেন এবং তারপর পিচ ছেড়ে যান।

তখন ধারাভাষ্যকাররা বলছিলেন, মনে হচ্ছে এই লঙ্কান অলরাউন্ডারের কুঁচকিতে স্ট্রেন আছে। ধনঞ্জয়া ডি সিলভা ম্যাথুজের একটি অসম্পূর্ণ ওভার বল করতে আসেন। এতে লঙ্কানরা তাদের প্রথম সাফল্য পায়। ধনঞ্জয়ার প্রথম বল স্টাম্পের দিকে গিয়ে আঘাত পান লিটন দাস। দাসুন শানাকার হাতে ধরা পড়ার আগে ১১ বলে ৭ রান করেন তিনি। সেই শুরু, এর পর এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

ইনিংসের চতুর্থ ওভারে তুসারা পেরেরাকে বোলিংয়ে আনেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার প্রথম বলটি ছিল ডট। আউট সুইংয়ে পরবর্তী তিন বলে তিনি নাস্তানাবুদ করেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ ‍হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে। প্রথম দুই বলে সুইং আর গতির মিশেলে শান্ত-হৃদয়কে বোল্ড করেছেন, পরেরটিতে একইভাবে মাহমুদউল্লাহকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। রান তাড়ায় ব্যাট করতে থাকা টাইগারদের ব্যাটিং মুহূর্তেই এলেমেলো। ১৫ রানেই নেই বাংলাদেশের ৪ উইকেট।

মাঝে সৌম্য সরকার কিছুটা বিপর্যয় সামলানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু দুই ওভার পরই ফের তুসারা আক্রমণে ফিরতে শেষ তার উইকেট। ১০ বলে ১১ করে তিনি বোল্ড এই পেসারের ডেলিভারিতে। নিজের প্রথম ওভারে আক্রমণে এসে সফল হয়েছেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গাও। প্রথম ডেলিভারিতেই তিনি জাকের আলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন। ৩২ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ।

এর আগে প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের ৮৬ রানে ভর করে ১৭৪ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ