ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

দারুণ চমক নিয়ে তৈরি কেকেআরের সেরা একাদশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ০৮ ১৫:৩৪:৪৫
দারুণ চমক নিয়ে তৈরি কেকেআরের সেরা একাদশ

২২ মার্চ থেকে শুরু হতে ঢাকে কাঠি পড়তে চলেছে আইপিএল ২০২৪-এর। ২৩ মার্ত কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

মরশুম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে দুবার ও একমাত্র ট্রফি জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছে নাইট টিম ম্যানেজমেন্ট। গম্ভীরও দায়িত্ব নিয়েই সোনালী দিন ফেরাতে ‘আদা-জল’ খেলে ময়দানে নেমে পড়েছে।

২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বে শেষবার ট্রফি জিতেছিল কেকেআর। তারপর থেকে শুধু খরা। এবার কেকেআরকে ট্রফি জেতাতে নানা ধরনের রণনীতি তৈরি করছেন গম্ভীর। একটা মাস্টার প্ল্যানও তৈরি করেছেন গৌতি।

আইপিএলের আগে মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে হয়েছে নাইটদের অনুশীলন শিবির। সূত্রের খবর, ১৫ মার্চ থেকে কলকাতায় সাত দিনের প্রশিক্ষন শিবির করবে কেকেআর। সিএবিকে মাঠ প্রস্তুত রাখতেও বলা হয়েছে।

আইপিএল ২০২৪-এর নিলামেও শক্তিশালী দল গড়তে কোনও খামতি রাখেনি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। দলের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করতে দলে নেওয়া হয়েছে মিচেল স্টার্কের মত তারকাকে।

ইতিমধ্যেই কেকেআর ফ্যানেদের মধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে কেমন হতে পারে এবার তাদের প্রিয় দলের সেরা একাদশ। সূত্রের খবর একটি সেরা দল তৈরি করেছে কেকেআর ম্যানেজমেন্ট। যেখানে পেসার-স্পিনাররের সঠিক মিশ্রণ ও ব্যাটিং বিভাগকেও যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে।

এক ঝলকে দেখে নিন কেকেআরর সম্ভাব্য সেরা একাদশ: রহমানুল্লা গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, সূয়াশ শর্মা,বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ