ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বড় পরাজয়ের পর যেদিকে আঙ্গুল তুললেন লঙ্কান কোচে অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ০৭ ১১:০৫:০৫
বড় পরাজয়ের পর যেদিকে আঙ্গুল তুললেন লঙ্কান কোচে অধিনায়ক

প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। যদিও গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টাইগারদের কাছে ৮ উইকেটে হেরেছে লঙ্কানরা। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পরাজয়ের পেছনে বেশ কিছু দিক তুলে ধরেন লঙ্কান দলের সহকারী কোচ নাভিদ নওয়াজ।

তিনি বলেন, “আমার মনে হয় আমরা সেই উইকেটে কমপক্ষে ১৫-২০ রান কম ছিল। বিশেষ করে সিলেট স্টেডিয়ামে বোলিং কন্ডিশনের (অকেজো) পর। ম্যাচের টস গুরুত্বপূর্ণ ছিল। দুই ম্যাচেই টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আসলে কামিন্দু আউট হয়ে যাওয়া এবং চারিত আউট হওয়া আমাদের ক্ষতি করেছে। তারা আরও বেশি খেলতে পারলে আমাদের রান হতো।

এছাড়া ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘প্রথমত আমরা ২০-২৫ রান কম করেছি। পরে কামিন্দুর (মেন্ডিস) রানআউটও ম্যাচে বেশ বড় ভূমিকা রেখেছে। ব্যাটার হিসেবে আমাদের বড় রান করতে হবে, বিশেষ করে এমন কন্ডিশনে। কারণ এমন কন্ডিশনে বোলার বোলিং করাটা বেশ কঠিন।

ম্যাথিউসকে নিয়ে আসালাঙ্কা জানান, ‘হ্যাঁ এজন্যই তো সে দলে আছে। সে অনেক অভিজ্ঞ এবং দলের জন্য অবদান রেখেই চলেছে। তাদের (বাংলাদেশের) ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে বিশেষ করে (নাজমুল হোসেন) শান্ত, (তাওহিদ) হৃদয় এবং লিটন (দাস) কে। তারা দারুণ ব্যাট করেছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ