ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ!

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ০৫ ২০:৩৬:৫২
মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ!

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ট্রেনিং প্লেনের সঙ্গে মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। সেসনা ট্রেনিং প্লেনে একজন প্রশিক্ষক ও তার এক ছাত্র নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ জন যাত্রীর সবাই অক্ষত ছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে রাজধানী নাইরোবিতে দুটি বিমানের মধ্যে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন।

কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিংক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিংক যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির দিকে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া সত্ত্বেও সাফারিলিংক ফ্লাইটটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে, বিমান সংস্থাটি জানিয়েছে। কোনো যাত্রী আহত হয়নি।

নাইরোবি কাউন্টি পুলিশ কমান্ডার অ্যাডামসন বোজে রয়টার্সকে বলেছেন যে ছোট সেসেনা প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী এবং একজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা যান। তবে দেশটির পুলিশের এই কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে