ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নোয়াখালীসহ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিতে আগ্রহী আরও ৪ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ মার্চ ০৫ ১১:৩৩:৫৪
নোয়াখালীসহ বিপিএলে ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিতে আগ্রহী আরও ৪ দল

কয়েকদিন আগেই পর্দা পড়ে যায় বিপিএলের দশম আসর থেকে। বিখ্যাত বিদেশি ক্রিকেটার, দারুণ কভারেজ এবং অংশগ্রহণ এবারের বিপিএলকে দারুণ করেছে। সদ্য সমাপ্ত বিপিএল টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। দেশের ব্যস্ততম ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আরও চারটি দল।

বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মালিক জানান, এরই মধ্যে আরও চারটি দল বিপিএলে অংশ নিতে আবেদন করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের উন্মাদনা দেখে নতুন দল যোগদানের সম্ভাবনা খুবই কম। বর্তমান সাতটি দলের একটি ছেড়ে দিলে চারটি দলের প্রত্যেকেরই সুযোগ থাকতে পারে।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।

তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ