ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দীর্ঘ পথ অতিক্রম করে কাংক্ষিত জায়গায় সরফরাজ ভারত দল নতুন পাওয়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৭:১৪:৪৪
দীর্ঘ পথ অতিক্রম করে কাংক্ষিত জায়গায় সরফরাজ ভারত দল নতুন পাওয়ার

কবির সুমনের গান গাইতে হবে না যত দূরেই যান না কেন। সরফরাজ খানের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। অবশেষে ভারতের হয়ে অভিষেক হয় তার। ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো একের পর এক রান করলেন এই ক্রিকেটার।

কিন্তু স্বপ্নের টেস্ট ক্যাপ নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাকে। কারণ ম্যাচটি শুরু হয়েছিল ইংল্যান্ডের আধিপত্য নিয়ে। আকাশ কতদূর দেখতে পাও যতই শুনুন না কেন, পরে কান্না শুনতে পাবেন। কবির সুমনের প্রতিটি শব্দের অর্থ কি সরফরাজের জানা উচিত? উত্তরটা জানেন।

কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ নিয়ে দৌড়ে যান বাবাকে জড়িয়ে ধরতেই সরফরাজের চোখ ছলছল করে উঠল।বাবা নওশাদ খান শিশুর মতো কেঁদে আবেগ দিলেন।আজ কিসের ভয়? দীর্ঘদিন পর জাতীয় দলে ছেলের জায়গা দেওয়ার পর তার ছেলে এখন আন্তর্জাতিক ক্রিকেটারের বাবা নওশাদ খান। সরফরাজের স্ত্রী রুমানা জোহর তার শ্বশুরবাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। বিসিসিআই লোগোর টেস্ট ক্যাপটি নিয়ে ছেলের হাত থেকে চুম্বন করেন। সে সব ভুলে শিশুর মতো কাঁদতে থাকে। সরফরাজ গিয়ে তার প্রিয়তমা স্ত্রীর চোখের জল মুছে দিলেন যেন রাজকোটে বলিউডের কোনো সিনেমার দৃশ্য ঘটেছে।

কিন্তু বাস্তবতা যাঁরা জানেন। তাঁরাই বোঝেন এই সরফরাজ আর তার বাবা হার মানিয়েছেন সিনেমার গল্প কাহিনিতেও নওশাদ খানের৷ সরফরাজের কোচ সরফরাজ যাতে ক্রিকেটার হতে পারেন, এ জন্য তিনি একেক সময় একেক ভাবে জীবিকা নির্বাহ করেছেন। সরফরাজের উপর বিন্দুমাত্র চাপ পড়তে দেননি। সরফরাজের সাথে খেলতেন শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার সরফরাজ একদিন তার বাবাকে বললেন, বাবা অর্জুন কত ভাগ্যবান তাই না? ও সচিন স্যরের ছেলে।গাড়ি আছে, আইপ্যাড আছে, সব আছে নওশাদ তখন বুঝতে পারছেন না কী উত্তর দেবেন। তখন সরফরাজ দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি ওর চেয়ে বেশি ভাগ্যবান আপনি পুরো দিন আমার সঙ্গে কাটাতে পারেন। ওর বাবা তো কে কোন সময় দিতে পারে না। এরপর দীর্ঘ প্রচেষ্টা একাগ্রতা, নিবেদন, অবহেলা ছিঁড়ে ফেলে বাবা ছেলে মিলে সামর্থ্যের সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা।

অবশেষে জাতীয় দলে অভিষেক সেই বাবা সরফরাজের অভিষেকে শিশুর মতো কাঁদবেন না তো?কে কাঁদবে আজকের দিনে খুশির কান্না তো নওশাদ খান কেই বানায়।সিয়াম চৌধুরী বিক্রি, টাইম।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ