ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ ফেরা নিয়ে মুখ খুললেন নান্নু!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ২২:৩১:১৯
টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ ফেরা নিয়ে মুখ খুললেন নান্নু!

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব আল হাসান। তবে আছেন আরেক অভিজ্ঞ মাহমুদউল্লাহ। আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নাজমুল হোসেন শান্ত কে অধিনায়ক ঘোষণা করার পর থেকেই এই দুই ক্রিকেটার থাকবেন কি থাকবেন না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বিপিএল তারকা আলিস আল ইসলাম।

সাকিবের অনুপস্থিতি প্রত্যাশিত ছিল। চোখের সমস্যা নিয়ে বিপিএলে খেলা সাকিব এই দুই সিরিজে থাকছেন না । তবে ২০২২ সালের এশিয়া কাপের পর, টি-টোয়েন্টি বাংলাদেশের হয়ে শেষ ম্যাচে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহর ফেরার কারণ এবারের বিপিএলে তার পারফরম্যান্স। ফরচুন বরিশালের হয়ে এখন পর্যন্ত আট ম্যাচে দুই হাফ সেঞ্চুরির সাহায্যে ১৮৪ রান করা মাহমুদউল্লাহ তাকে দলে নেওয়ার মূল কারণ। মিনহাজুল আবেদিন নান্নু বলেন, রিয়াদ ভালো খেলছে। নিয়োমিত রান পাচ্ছে"। রিয়াদের দলে ফেরা প্রয়োজন ছিলো বলে মত দিয়েছেন নান্নু।

আলিস আল ইসলামও বিপিএল দারুণ বল করছেন বহুমুখী বোলিং এর জন টাকে দলে নেওয়া হয়েছে। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে নির্বাচকদের আকৃষ্ট করেছেন তিনি। নান্নু বলেন আমরা আলিসকে নিয়েছি, সে কিছুটা স্ট্যান্ডআউট বোলার, সে কারণেই। আমরা তাকে কিছুটা টিম ম্যানেজমেন্টের অধীনে রাখতে চাই। ফিটনেস দেখার জন্য।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন এনামুল হক। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ফিরেছেন টি-টোয়েন্টি দলে। দুজনই বিপিএল পারফরম্যান্স দিয়ে দলে ফিরেছেন। ২৬৬ রান করা নাঈম এখন পর্যন্ত এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের ব্যাট থেকে এসেছে ২২৮ রান। মিনহাজুল দুজনকে নিয়ে বলেছেন, ‘বিজয় ও নাঈম দুজনই বিপিএলে ভালো করছে। নাঈমের তো টি-টোয়েন্টিতে অভিজ্ঞতা আছে। সে জন্যই তাকে নেওয়া।’

বাঁহাতি স্পিনারদের মধ্যে বিপিএলে ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন তানভীর ইসলাম (৮ ম্যাচে ১১ উইকেট)। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সর্বশেষ সফরে তানভীর ও রাকিবুল হাসান দলে ছিলেন। শ্রীলঙ্কা সিরিজে দুই সংস্করণের দলে দুজনের একজনেরও সুযোগ হয়নি।

তবে দুই সংস্করণেই ডাক পেয়েছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলে ৪ ম্যাচ খেলা তাইজুলের শিকার ৫ উইকেট। তাইজুলের ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘তাইজুলের বোলিং দেখে মনে হচ্ছে যে সে ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করছে। অভিজ্ঞতাও আছে। তাকে নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টও খুব আশাবাদী।’

নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়াদের মধ্যে আছেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন। দুজনকেই সাম্প্রতিক ফর্মের বিচারে বাদ দেওয়া হয়েছে বলে জানান মিনহাজুল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ