ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

টসে ফাইনালের ফল মানছে না বাংলাদেশ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৮ ২১:০২:০১
টসে ফাইনালের ফল মানছে না বাংলাদেশ!

সাফ ফাইনাল যে শেষ হয়নি। টাইব্রেকের পর বিতর্কিত 'টসে' হেরেছে বাংলাদেশ, আর জিতেছে ভারত। শিরোপা উদযাপন করছে ভারত। কিন্তু সেই টস আপত্তি জানিয়েছে বাংলাদেশ। খেতাব এখনও ভারতকে দেওয়া হয়নি।

কিছুক্ষণ প্রতিবাদ করার পর ম্যাচ রেফারী দলগুলোকে ফেরত ডাকলে ভারত সেখানে প্রতিবাদ করে। তারা টস জিতেছে, তারা আর কিছু মেনে নেবে না- এই বলে মাঠ ছেড়ে দিন বাংলাদেশ মাঠে অপেক্ষা করছে আর আম্পায়াররাও করছে।

ফুটবলের সাধারণ নিয়মে সাডেন ডেথ চলমান থাকে। ১১-১১ সমতা হওয়ার পর রেফারিকে ডাকে ম্যাচ কমিশনার। সে সাডেন ডেথ না চালিয়ে টস করে। যেটা নিয়ে মূল দ্বন্দ্ব।

ভারত শিরোপা উদযাপনের সময় বাংলাদেশের গ্যালারি থেকে বোতল ছুড়ে মেরেছেন দর্শকরা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ