ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কুমিল্লা ছাড়ার আগে বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন রিজওয়ান!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:২৮:১৩
কুমিল্লা ছাড়ার আগে বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন রিজওয়ান!

গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে রান করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান-উইকেটরক্ষক। চলতি মৌসুমে কুমিল্লার জন্য মাতাতে এসেছে বিপিএল। কিন্তু এবার আমরা মুদ্রার অন্য দিক দেখতে পাচ্ছি।

পিচে রান করতে না পারার আক্ষেপ নিয়েই ফিরতে হয়েছে তাকে। চলতি মৌসুমে কুমিল্লার সঙ্গে আরও একটি ম্যাচ খেলবেন তিনি। আজ (সোমবার) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজওয়ান। বাজে ফর্মের কারন নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

জবাবে রিজওয়ান জানান তিনি মানুষ, মেশিন নন। তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি দলের জন্য। কিন্তু দল যে রেজাল্ট চাচ্ছে আমি যে রেজাল্ট চাচ্ছি সেটা হচ্ছে। তবে আমাকে যদি বলেন আমার পারফরম্যান্স নিয়ে তাহলে বলব আমি যেমন চাচ্ছি তেমন হচ্ছে না। আমি চেষ্টা করছি সর্বোচ্চটা দিয়ে আমার।'

মোহাম্মদ রিজওয়ান ছাড়াও আর এক ম্যাচ খেলে বিপিএল ছাড়ছেন জাতীয় দল সতীর্থ ক্রিকেটার বাবর আজম ও খুশদীল শাহরাও। মূলত এনওসি শেষ হওয়ার কারণেই এবারের আসরে তাদের আর দেখা যাবে না।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ