ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দুর্দান্ত শতক হাঁকিয়ে হোটেলে ফিরে ভয় পাচ্ছেন গিল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ২০:১৪:৪১
দুর্দান্ত শতক হাঁকিয়ে হোটেলে ফিরে ভয় পাচ্ছেন গিল!

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি করেন শুভমান গিল। ব্যাট হাতে ভর করে দলকে বড় লক্ষ্য দেয় স্বাগতিকরা। ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলার পরও কিছুটা আক্ষেপ আছে গিলের। একই সঙ্গে হোটেলে ফিরতেও ভয় পাচ্ছেন তিনি।

ভালো ব্যাটিং করেও ইনিংস বাড়াতে না পারার আক্ষেপ গিল। একই সময়ে, এটি যেভাবে পরিণত হয়েছে তাতে তিনি খুশি নন। গিল বলেছেন: চা বিরতি পর্যন্ত মাত্র ৬-৭ ওভার বাকি ছিল। তখন এত খারাপ শট খেলে তার আউট হওয়া উচিত হয়নি। ব্যাটে কোনো সমস্যা না থাকলেও আউট হন তিনি। চা বিরতি পর্যন্ত চালিয়ে গেলে আরও পয়েন্ট করতে পারতাম।

এ দিন ভারতীয় ওপেনারের খেলা দেখতে মাঠে হাজির ছিলেন গিলের বাবা। ছেলে আউট হতেই নিজের আসন থেকে উঠে যান তিনি। গিলের এভাবে আউট হওয়াতে খুশি হননি তিনি। বাজে ভাবে আউট হওয়াতে বাবা কী বলবে সেই ভয়ে হোটেলে ফিরতেও ভয় পাচ্ছেন গিল। তিনি বলেন, ‘জানি না, বাবা কীভাবে বিষয়টা দেখছে। হোটেলে ফিরলে বুঝতে পারবো। কিন্তু এখন হোটেলে ফিরতেই ভয় লাগছে।’

ম্যাচ জিততে হলে সোমবার সকালের সেশন অতি গুরুত্বপূর্ণ বলে জানান গিল। তিনি বলেন, ‘কোনো বল বসছে আবার কোনো বল ঘুরছে। তবে উইকেটে টিকে থাকলে রান করা সম্ভব। আমরা ৭০-৩০ এগিয়ে। সোমবার সকালের সেশন খুব গুরুত্বপূর্ণ। সেই সময় আবহাওয়া বোলিংয়ের উপযুক্ত। শুরুতেই উইকেট তুলতে হবে আমাদের।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ