ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

বলের আঘাতে হাঁসপাতালে লঙ্কান পেসার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:৫০:৪০
বলের আঘাতে হাঁসপাতালে লঙ্কান পেসার!

চামিকা গুনাসেকরা তার প্রথম টেস্ট ম্যাচ খেলতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। ব্যাট করার সময় বল লেগে যায় তার হেলমেটে। কলম্বো টেস্টের তৃতীয় দিনে ৪ ফেব্রুয়ারি রবিবার দুর্ঘটনাটি ঘটে।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০৭ তম ওভারের ঘটনা। নতুন আফগান খেলোয়াড় নাভিদ জাদরানের হাতে বল ছিল। পতার করা বাউন্সারে ডাক করতে চেয়েছিলেন গুনাসেকারা। কিন্তু বলের বাউন্স কম থাকায় আঘাত হানে তার হেলমেটে।

বলটি তার হেলমেটে এতটাই আঘাত করেছিল যে তা লং স্টপ জোন দিয়ে মাঠের বাইরে চলে যায়। ফলে এই বলে শ্রীলঙ্কাও পায় ৪ রান। গুনাসেকারার আঘাত গুরুতর বলে বিবেচিত হয় এবং ডাক্তাররা একটি কনকশন পরীক্ষা করেন। তবে বড় কোনো সমস্যা হয়নি। ফলে তিনি ব্যাটিং করতে থাকেন।

তবে এরপর ৩ ওভারের মতো খেলা হয়েছে। ১১০তম ওভারে অস্বস্তি অনুভব করেন গুনাসেকারা। ফলে দ্রুত মাঠে ছুটে যান চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসায় স্বস্তি না ফেরায় তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

শ্রীলঙ্কা দলের টিম ম্যানেজারের বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মাঠ ছাড়ার পর পর্যবেক্ষণের জন্য গুনাসেকারাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই পেসারের কনকাশন বদলি হিসেবে কলম্বো টেস্টের বাকি অংশে খেলছেন কাসুন রাজিথা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ