ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

হাথুরুসিংহে চাইলে টি-টোয়েন্টিতে জায়গা হতে পারে মাহমুদউল্লাহ’র, নান্নু!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১১:২১:১৬
হাথুরুসিংহে চাইলে টি-টোয়েন্টিতে জায়গা হতে পারে মাহমুদউল্লাহ’র, নান্নু!

বোর্ড সদস্যরা মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরার বিষয়টি অনুমোদন করলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বিষয়টি কোচ হাথুরুসিংহের আদালতে ঠেলে দিয়েছেন। শ্রীলঙ্কা সিরিজে মাহমুদউল্লাহকে দেখা যাবে কি না ঢাকায় ফিরে সিদ্ধান্ত নেবেন কোচ।

মাহমুদউল্লাহ চুপ! বরাবরের মতোই, এবারও ক্রিকেটের টেবিলে তুমুল বিতর্ক জ্বলে উঠেছে। ওয়ানডে শেষে কি টি-টোয়েন্টি দলে ফিরবেন নীরব কিলার? দুই বোর্ড সদস্যের এই মন্তব্য নিয়ে আলোচনা তীব্র হয়। সিলেটে বিপিএলের দিকে তাকিয়ে দেখে মনে হচ্ছে প্রধান নির্বাচক। পিচে মাহমুদউল্লাহ এবং প্রেসিডেন্ট বক্সে মিনহাজুল আবেদিন। মাহমুদউল্লাহর সংক্ষিপ্ত ফরম্যাটে ফেরার প্রশ্নটি প্যানেলের কোচ হাথুরুসিংহের কাছে।

আমরা পরের সিরিজের জন্য দল নিয়ে কাজ শুরু করেছি," বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাগুল আবেদীন। কোচের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছি। সাকিব আল হাসান চোখের সমস্যায় ভুগছেন। তবে অনুশীলনের ধারাবাহিকতায় মুগ্ধ প্রধান নির্বাচক। সাকিবের কাছ থেকে একাগ্রতা। মিনহাজুল আবেদিন কি শ্রীলঙ্কা সিরিজে থাকবেন নাকি তিন ফরম্যাটেরই একাদশে অলরাউন্ডারকে রাখবেন?

বিসিবির প্রধান নির্বাচক বলেন, যেহেতু বিষয়টা মেডিকেল ডিপার্টমেন্ট দেখছে তাই সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আশা করছি যে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইনশাআল্লাহ।গুঞ্জন আছে টেস্ট থেকে বিরতি চান তাসকিন। অবশ্য প্রধান নির্বাচকের এমন কিছু জানা নেই। নাজমুল শান্ত অফ ফর্মে থাকলেও এ ক্রিকেটারের প্রতি বিসিবির বিশ্বাস অটল।

মিনহাজুল আবেদীন বলেন, ও তো ২০২১ সালের মধ্যে সেরা খেলোয়াড়। একটা-দুইটা ম্যাচ দিয়ে তো আপনি খেলোয়াড়কে যাচাই করতে পারবেন না। সুতরাং অপেক্ষা করেন আশা করি সামনে আরও ভালো কিছু দেখবেন।২২ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হেড কোচ হাথুরুসিংহে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গঠনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে কড়া নজরদারি বিসিবির।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ