ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বড় অঙ্কে বিক্রি হলো পিএসএলের মিডিয়া স্বত্ব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৫:৩৩:২৬
বড় অঙ্কে বিক্রি হলো পিএসএলের মিডিয়া স্বত্ব

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অন্যান্য দেশের লিগের তুলনায় অনেক পরে শুরু হয়েছিল। দীর্ঘদিন দেশে ক্রিকেট নির্বাসিত ছিল। এমন একটি দেশের হয়ে ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়নশিপে কী ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। কিন্তু পিএসএল দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। অনেকের মতে, জনপ্রিয়তার নিরিখে পিএসএল পিছিয়ে আছে শুধু আইপিএল।

ছয় দলের এই টুর্নামেন্ট ইতিমধ্যেই বাণিজ্যিক সাফল্যের মুখ দেখেছে। প্রতিক্রিয়া অসাধারণ হয়েছে. বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য বড় হুমকি হয়ে উঠেছে এই পাকিস্তানি লিগ। অনেক ক্রিকেটারই এখন বিপিএল ছেড়ে পিএসএলে খেলতে আগ্রহী। পিএসএলের বিশাল সাফল্য বিশ্ব মিডিয়াতেও তাদের উপস্থিতি প্রভাবিত করেছে।

২০২৪ সালের এইচবিসি পিএসএলের বৈশ্বিক মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে দেশটির মুদ্রায় ১২৬ কোটি রুপিতে। যা আগের আসরের মিডিয়া স্বত্বের তুলনায় প্রায় ৪১ শতাংশ বেশি। ছয় প্রতিষ্ঠানের মধ্যে নিলাম শেষে পিএসএলের মিডিয়াস্বত্ব কিনে নেয় ট্রান্সগ্রুপ এফজেডই।

এআরওয়াই কমিউনিকেশন্স, জিও, সুপার স্পোর্ট, উইলো টিভি এবং স্লো স্পোর্টসকে সরিয়ে সর্বোচ্চ বিডিং এর মাধ্যমে স্বত্ত্ব ক্রয় করেছে ট্রান্সগ্রুপ। তাদের মাধ্যমেই সারা বিশ্বে টিভি সম্প্রচার এবং অনলাইন স্ট্রিমিং হবে। তবে পাকিস্তানের ভেত্রে সম্প্রচার স্বত্ত্ব থাকছে না তাদের হাতে।

একইসঙ্গে দুই বছরের জন্য বিক্রি করা হয়েছে পিএসএলের টিভিস্বত্ব। ১২৬ কোটি রূপির মাঝে ৬৩ কোটি রুপি পিএসএলের নবম আসরের জন্য। বাকি অংশ দেওয়া হয়েছে দশম আসরের স্বত্ব হিসেবে। এর আগে পাকিস্তান জাতীয় দলের ফিউচার ট্যুর প্ল্যান এবং পিএসএলের জন্য একইসঙ্গে মিডিয়াস্বত্ব বিক্রি করা হলেও এবার পিএসএলের জন্য আলাদা করেই স্বত্ব বিক্রি করা হয়েছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ