ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এই কারনে ৭ গোল খাওয়া গোলরক্ষকের জার্সি চেয়েছিলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ৩১ ২১:৩৩:৩২
এই কারনে ৭ গোল খাওয়া গোলরক্ষকের জার্সি চেয়েছিলেন মেসি

গত বছর কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রত্যাশিত বিজয় অর্জিত হয়েছে। ৭-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল। হ্যাটট্রিকও করেছেন বিশ্বসেরা তারকা।

প্রতিপক্ষের গোলরক্ষক ইলয় রোম দুর্দান্ত সেভ না করলে লিড আরও বাড়তে পারত। তবে ৭ গোল হজম করতে হয়েছে রামকে। ম্যাচের পর নিজের শার্ট খুঁজছিলেন মেসি।

অনেকক্ষণ পর কুরাকাও গোলরক্ষক ইলয় বলেন, “ম্যাচের আগে আমার দলের সবাই বলছিলেন যে তারা মেসির জামা চাই।” আমার ক্যাপ্টেনও একই কথা বলেছেন। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জার্সি চাই। বিশ্বের সেরা গোলরক্ষকও তিনি।

তিনি বলেন, ‘বিরতির সময় অবশ্য সিদ্ধান্ত পাল্টে ভাবলাম মেসিকেই বলে দেখি কী হয়। জার্সি চাইতেই বললেন, ম্যাচ শেষে দেখা করার কথা। ধারণা করেছিলাম আমাদের দলের অনেকেই হয়ত মেসির কাছে জার্সি চেয়েছে। এ কারণে সবাইকে দেখা করতে বলেছেন।’

তিনি আরো বলেন, ‘‘ম্যাচের শেষ বাঁশি বাজার সময় মেসি ছিলেন আমার কাছেই। সেসময় মেসির কাছে জার্সি চাইতেই আমাকে দিয়ে দেন। এরপর মেসি বলে বসেন, ‘তুমি খুব ভালো সেভ করেছ। আমি কি তোমার জার্সিটা পেতে পারি।’’

এ কথা শুনে অবশ্য থমকে গিয়েছিলেন এলয়। ভেবেছিলেন মেসির মতো কিংবদন্তি তার জার্সি নিয়ে কী করবেন? এমনকিছু ভাবতে ভাবতে জার্সিটা তুলে দেন মেসির হাতে। সেসময় জার্সি নেয়ার কারণটা বুঝতে না পারলেও পরে বুঝতে পেরেছিলেন।

তিনি বলেন, ‘মেসি অর্জনের অনেক স্মারক রাখেন নিজের সংগ্রহশালায়। সেই ম্যাচে আন্তর্জাতিক ১০০তম গোল করেছিলেন। যে স্মৃতি ধরে রাখতে হয়তো আমার জার্সিটাও চেয়েছিলেন।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ