ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চলতি বছরের প্রথম মাসে প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়লেও রেমিট্যিান্স বাড়েনি ২৬ দিনে এসছে মাত্র

অর্থনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৮ ২৩:৫৪:৫১
চলতি বছরের প্রথম মাসে প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়লেও রেমিট্যিান্স বাড়েনি ২৬ দিনে এসছে মাত্র

চলতি জানুয়ারির প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪৪০ কোটি টাকা। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে পৌঁছেছে ৬ কোটি ৭৯ লাখ ডলার। রোববার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, চলমান মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৭৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার পৌঁছেছে। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৭ কোটি ৯৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, বিদায়ী ডিসেম্বরে দেশে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি ২০২৩-২৪ অর্থবছরে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। আগের মাসে তারা পাঠান ১৯৩ কোটি ৪০ হাজার ডলার। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে আসে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ এবং ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে রেকর্ড ১৩ লাখ কর্মী বিদেশে গেছেন। সেই তুলনায় বৈধ পথে রেমিট্যান্স বাড়েনি। কারণ, ডলারের দাম বেশি পাওয়া এবং পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় হুন্ডিতে আয় পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা।

প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসীর পাঠানো কষ্টার্জিত অর্থে সচল থাকে দেশের অর্থনীতি। প্রবাসী শ্রমিকের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। তবে রেমিট্যান্সে সপ্তম স্থানে রয়েছে এই দেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে