ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

আরো এক পাকিস্তানী ক্রিকেটার যোগ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৮ ১৮:২৭:৫৬
আরো এক পাকিস্তানী ক্রিকেটার যোগ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন আমির জামাল। আজ তিনি সিলেটে দলে যোগ দিয়েছেন। পাকিস্তানের এই অলরাউন্ডার বোলারকে অনুশিলনে দেখা গেছে।

তবে জামাল আরও আগেই দলে যোগ দিতে পারতেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অনুমতি দেয়নি। বোর্ডের সবুজ সংকেত পেয়ে অবশেষে মৌসুমের মাঝামাঝি দলে যোগ দেন জামাল।

সম্প্রতি বল হাতে দারুণ ফর্মে আছেন জামাল। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজে দলের অন্যতম সেরা পারফরমার ছিলেন এই পেসার। সেই ফর্ম অর্জন করতে পারলে বিপিএলে কুমিল্লার তুরুপের তাস হতে পারেন তিনি।

এদিকে জামালের পাশাপাশি আরও চার ক্রিকেটার পিসিবির ছাড়পত্র পেয়েছেন দেরিতে। তারা হলেন: সাইম আইয়ুব, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ এবং আকিফ জাভেদ।

অনাপত্তিপত্র পাওয়া ক্রিকেটারের মধ্যে হাসনাইন, নেওয়াজ ও জাভেদ ২৫ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। তাদের মধ্যে নেওয়াজ ম্যাচও খেলে ফেলেছেন। সব ঠিক থাকলে কুমিল্লার পরের ম্যাচেই একাদশে দেখা যেতে পারে জামালকে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ