ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

খেলা নেই তবুও একা মাঠে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৮ ১৩:২১:১৩
খেলা নেই তবুও একা মাঠে সাকিব

সাকিব আল হাসানের চোখে অনেক কষ্ট। ভারত, লন্ডন এবং সিঙ্গাপুরে ডাক্তার দেখালেও এই বিশেষজ্ঞের কিছুই হবে বলে মনে হচ্ছে না। রেটিনার সমস্যার কারণে ব্যাট হাতে লড়াই করতে দেখা গেছে সাকিবকে। সিলেট বিপিএল পর্বের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে গতকাল পরাক্রমশালী ঢাকার বিপক্ষে বোলিং করেননি সাকিব। দলের কাছে ৯ উইকেট হারানোর পরও ব্যাট করেননি তিনি।

তবে বাবর আজম রেডিও সাক্ষাৎকারে বলেছেন, সাকিব ভালো আছেন এবং পরের ম্যাচে রানে ফিরবেন। একদিন না যেতেই আজ রোববার একক অনুশীলনে সাকিব। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন নেই আজ। তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। সিলেটের আউটার স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটার কিছুক্ষণ আগে আসেন সাকিব।

এরপর ব্যাট প্যাড পরে অনুশীলনে নেমে পড়েন। এ সময় তাকে সবকিছু ব্রিফ করছিলেন কোচ সোহেল। এরপর থ্রোয়ারের করা বল নেটে খেলা অনুশীলন শুরু করেন সাকিব। এদিন সাকিবের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রনি তালকুদারকেও।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ