ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

"দিদি নাম্বার ওয়ান" থেকে রচনার মাসিক ইনকাম যত

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৭ ১৫:১৫:০১
"দিদি নাম্বার ওয়ান" থেকে রচনার মাসিক ইনকাম যত

দীর্ঘদিন চলচ্চিত্র জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। সেজন্য তিনি পর্দার আড়ালে যাননি। তিনি জনপ্রিয় টিভি গেম শো "দিদি নাম্বার ওয়ান" এর ফোকাস। প্রত্যেকেই রচনাটির প্রাণবন্ত অভিনয়ের প্রশংসা করে। কিন্তু নতুন প্রশ্ন, রচনা ব্যানার্জির আয় কত?

সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকেন তিনি। শো করে থাকেন বিভিন্ন জায়গায়।

সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বা গুগলে উত্তর খুঁজলে চোখে পড়ে রচনার এপিসোড। প্রতি এপিসোডে তিনি পারিশ্রমিক নিয়ে থাকেন ১ থেকে ২ লাখ টাকা।

যদিও এর সত্যতা যাচাই করে দেখেনি কেউ। তবে তার পারিশ্রমিক যে নেহাতই কম নয়, তা কম বেশি সবার জানা।

রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। বয়স যেন তার কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভালো ছবি সবাইকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন।

তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালকের কাজ শুরু করেছিলেন রচনা। তখন থেকেই দর্শকদের নজরের কেন্দ্রবিন্দুতে তিনি।

বিনোদন - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ