ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মাশরাফি : মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৭ ১১:১৭:০৪
মাশরাফি : মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না

কয়েক মাস আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি। বিপিএল শুরুর কয়েকদিন আগে অনুশীলনে যোগ দেন। তবে তার ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে এই সীমাবদ্ধতা অতিক্রম করে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবকটি ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব একটা সফল নন তিনি। ফলে স্টার্টিং লাইনআপে তার অন্তর্ভুক্তি নিয়ে অনেকেই ভাবছেন।

তবে মাশরাফি নিজের ওপর বেশ আত্মবিশ্বাসী। এই মৌসুমে খেলবেন, সম্ভব হলে আগামী মৌসুমেও মাঠে নামতে চান এই খেলোয়াড়। গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফিকে আগামী বছর আইপিএলে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে সিলেট অধিনায়ক বলেন, হতে পারে। আমার পা ঠিক থাকলে হয়তো।

এরপর মাশরাফি বলছিলেন, ‘আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি ফুল…সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে।’

‘আর শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো…কিন্তু ছয়টা প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের। এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।’- যোগ করেন মাশরাফি।

চলতি বছরের বিপিএল খেলতে আগ্রহী ছিলেন না মাশরাফি, ‘নিজেকে মোটিভেট করার বিষয় যেটা বললাম আমি ক্রিকেট খেলবো। আমি উপভোগ করি আমার ক্রিকেট। এখন শেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এ বছর হঠাৎ শেষ চার মাস আগে দুর্ভাগ্যবশত আমি জানি না কী জন্য হয়েছে।'

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ