ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

দীর্ঘ ৭ বছর পর দুই থেকে আটে সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৭ ১০:৩১:৪১
দীর্ঘ ৭ বছর পর দুই থেকে আটে সাকিব

গত রাতের ম্যাচের আগে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়- সাকিব আল হাসান শেষ কবে টি-টোয়েন্টিতে ৮ নম্বরে ব্যাট করেছিলেন? আপনি যদি উত্তর চান, আপনার অবশ্যই এটি গুগল করা উচিত। ৭ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ নম্বরে ব্যাট করেন এই অলরাউন্ডার।

এর আগে বিপিএলে আটটি খেলেছেন সাকিব। কিন্তু মাত্র একবার। ২০১৬ সালের ডিসেম্বরে, তিনি ঢাকা ডায়নামাইটের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৭ বলে ১২ রান করেন। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ৮ নম্বরে ব্যাট করেছেন সাকিব।

গত বছর ভারতে বিশ্বকাপ খেলাকালে প্রথম চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব। যার জন্য তিনি বিপিএলের আগে আমেরিকা ও লন্ডনে চোখের ডাক্তার দেখান। সমাধান না হওয়ায় সবশেষ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন।

চোখের এমন সমস্যা নিয়েও বিপিএলের খেলছেন তিনি। সিঙ্গাপুরে থাকায় মাঝে এক ম্যাচ খেলতে পারেননি, গতকাল (শুক্রবার) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফের সাকিব মাঠে নেমেছিলেন। যদিও রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন তিনি। তবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি, করেছেন মোটে ২ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সাকিবের দেরিতে মাঠে নামার কারণ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না। আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’

সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না— এমন প্রশ্নে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ