ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

সাকিব এখন স্পিন অলরাউন্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৬ ২১:১৭:০১
সাকিব এখন স্পিন অলরাউন্ডার

সাকিবের বাঁ চোখের সমস্যা ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তৃতীয় দফায় সিঙ্গাপুরে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, সাকিব বাঁ চোখে এক্সট্রাফোভিয়্যাল সেন্ট্রাল সেরস কোরিওরেটিনোপ্যাথি সমস্যায় ভুগছেন।

রেটিনার এ ধরনের সমস্যায় সাধারণত দেখতে অসুবিধা হয়। তবে সাকিবের চোখের চিকিৎসা করা মেডিকেল বিভাগ আশাবাদী, নমনীয় চিকিৎসাপদ্ধতিতেই তিনি সুস্থ হয়ে উঠবেন। আপাতত সেভাবেই চলবে সাকিবের চোখের চিকিৎসা। তবে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে। সেরা ছন্দে ফিরতে সময় লাগবে ‘ব্যাটসম্যান’ সাকিবেরও। তত দিনে সাকিবকে খেলতে হবে স্পিন বোলিং অলরাউন্ডারের ভূমিকায়। যিনি বোলিং করবেন চার ওভার, ব্যাটিং করবেন দলের প্রয়োজনে।

রংপুরের কোচ সোহেল ইসলামও আজ খেলা শেষে সে কথাই বললেন। সাকিবের ৮-এ নামার কারণ ব্যাখ্যায় তাঁর যুক্তি, ‘আপনারা সবাই জানেন, তার চোখে সমস্যা আছে। এখানে আসলে…বোলিংটা করা যায়। কিন্তু ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু সেই প্রস্তুতিটা নিতে পারেনি, সে জন্য আসলে ব্যাটিংয়ে পরে নেমেছে।’ বিপিএলে সাকিবকে কী এই দায়িত্বেই দেখা যাবে? এ প্রশ্নের উত্তরে রংপুরের কোচ বলেছেন, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ