ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

৮ নম্বরে ব্যাটিং করার কারন জানালেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৬ ২০:১০:০৭
৮ নম্বরে ব্যাটিং করার কারন জানালেন সাকিব

গত বছর ভারতে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো চোখের সমস্যায় পড়েন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যার জন্য তিনি বিপিএলের আগে আমেরিকা ও লন্ডনে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন। কোনো সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন টাইগার ক্যাপ্টেন। চোখের সমস্যা নিয়েও বিপিএলে মাঠে নেমেছিলেন তিনি।

সিঙ্গাপুরে থাকায় কোনো ম্যাচ খেলতে না পারায় আজ (শুক্রবার) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে আবারো মাঠে নামেন সাকিব। তবে রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। তবে ব্যাট করতে নেমে মোট দুই রান করেও পুঁজি করতে পারেননি তিনি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের মাঠে আসতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করেন রংপুর কোচ।

তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না। আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’

সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না— এমন প্রশ্নে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’

সাকিবকে কি শুধু বোলার হিসেবে খেলানো হবে কি না এমন প্রশ্নও করা হয়েছিল রংপুর কোচের কাছে। জবাবে সোহেল বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (সব করবে), সেজন্য ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো তাকে দিতেই হবে।’

ম্যাচটিতে সাকিবের দল পরাজিত হয়েছে ২৮ রানে। খুলনার দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় রংপুর মাত্র ৩২ রানেই অলআউট হয়ে যায়।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ