ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নবজাতক শিশু হাসপালে রেখে লাপাত্তা হয়ে গেলেন তরুণী

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৬ ১১:১৭:৪১
নবজাতক শিশু হাসপালে রেখে লাপাত্তা হয়ে গেলেন তরুণী

এক যুবতী গর্ভবতী মহিলা তার আত্মীয়দের সাথে হাসপাতালে এসেছিলেন। ডাক্তার তাকে রিসিভ করে দ্রুত স্ত্রীরোগ ওয়ার্ডে পাঠান। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর শিশুটির মা নিখোঁজ হন।

গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মায়ের নাম পাপিয়া খাতুন, বয়স ২৫ বছর। সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কাষ্টপুর গ্রামের আলমগীরের স্ত্রী।

কেন তিনি তার সন্তানকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছেন তা এখনও জানা যায়নি। বর্তমানে সদর হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে নবজাতকের যত্ন নিচ্ছেন বিলকিস বানু নামে এক নারী।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, জরুরি বিভাগ থেকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয় ওই তরুণীকে। গাইনি ওয়ার্ডে নার্স-চিকিৎসকের সহযোগিতায় কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরই নবজাতক রেখে চলে যান। হাসপাতালের সমাজসেবা অফিসের তত্ত্বাবধানে আছে শিশুটি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা পোস্টকে বলেন, নবজাতকটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাবা-মাকে শক্তাক্তের চেষ্টা চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে