ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ভারতের বিরুদ্ধে প্রাণ পন লড়াই করেও পেরে উঠতে পারলো না স্টোক, দেখে নিন স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৫ ১৫:৪৫:১৩
ভারতের বিরুদ্ধে প্রাণ পন লড়াই করেও পেরে উঠতে পারলো না স্টোক, দেখে নিন স্কোর

বাজবলের সংকেত মিলেছে। তবে আমরা ম্যাচে আধিপত্য বিস্তারকারী স্পিনারদের আভাসও পেয়েছি। সকালে দুই দলেরই একাদশ দেখার পর এটাই সত্যি। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। তবে পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন একমাত্র অধিনায়ক বেন স্টোকস।

সব ব্যাটসম্যানরা তখনও মিছিলে। স্টোকস একাই দায়িত্ব নেন। চা বিরতির আগে দলের ৮ উইকেট। বিরতিতে স্টোকস ৪৩ রানে অপরাজিত থাকেন। ব্রিটিশরা তার উপর ২১৫ সংগ্রহ করে। স্টোকস ৬৬ বলে ৫ চার মারেন। এছাড়া জনি বেয়ারস্টো ৩৭ রান করে আউট হন এবং বেন ডাকেট ৩৫ রান করে আউট হন।

১ম ইনিংসইংল্যান্ডঃ ২৪৬ভারতঃ ৭/০ ভারতের হয়ে জাদেজা ৭৫ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান অশ্বিন ও অক্ষর প্যাটেল। জাসপ্রিত বুমরাহ পান ১ উইকেট।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ