ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মহেন্দ্র সিং ধোনি-শোয়েব মালিক একই রকমঃ সানিয়া মির্জা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৪ ২২:১৭:৫৮
মহেন্দ্র সিং ধোনি-শোয়েব মালিক একই রকমঃ সানিয়া মির্জা

সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে শোয়েব মালিককে দেখেছেন সানিয়া মির্জা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সানিয়া। সোশ্যাল মিডিয়ায় দুজনকেই নিয়ে আলোচনা থামছে না। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সানিয়ার একটি পুরনো সাক্ষাৎকার। যেখানে শোয়েব ও ধোনির মিলের কথা তুলে ধরেন এই ভারতীয় টেনিস তারকা।

শনিবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তৃতীয় বিয়ের ঘোষণা দেন শোয়েব। এরপর গত ১৫-১৬ মাস ধরে শোয়েব-সানিয়ার বিচ্ছেদ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটে। তাদের বিয়ে শেষ হলেও ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নতুন মাত্রায় পৌঁছেছে।

সবাই জানতে চায় তাদের সম্পর্ক কেমন ছিল। দূরত্ব সৃষ্টিকারী ফ্যাক্টর। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের উৎসাহের শেষ নেই। এদিকে সানিয়ার একটি পুরনো সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে সানিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল তার প্রিয় ক্রিকেটার কে? জবাবে সানিয়া বলেন, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। তবে ধোনির সঙ্গে শোয়েবের মিলের কথাও বলেছেন তিনি। সানিয়া বলেন, 'ধোনির ব্যক্তিত্ব আমাকে সত্যিই আমার স্বামী শোয়েবের কথা মনে করিয়ে দেয়। যদিও খুব অদ্ভুত, উভয়ই একই রকম। তারা শান্ত এবং খুব মজার মানুষ। মাঠ সব সময় নিস্তব্ধ। আমি মনে করি ধোনি অনেক দিক থেকেই শোয়েবের মতো।

সানিয়ার বক্তব্যের ওই অংশের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রীড়াপ্রেমীরাও নানা ধরনের মন্তব্য করেছেন। শোয়েবের সঙ্গে ধোনির তুলনা করায় সানিয়ার সমালোচনাও করেছেন কেউ কেউ। অনেকেই বলেছেন, সানিয়া নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে তার তুলনা কতটা ভুল ছিল।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ