ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

মেসি-রোনালদোর পর প্রকাশ হলো সবচেয়ে ধনী ফুটবলারের নাম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৪ ১৪:২৪:০৮
মেসি-রোনালদোর পর প্রকাশ হলো সবচেয়ে ধনী ফুটবলারের নাম

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের নাম শুনলেই মাথায় আসে দুটি নাম। ফুটবল ইতিহাসের এই দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ যুবরাজের মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড। একইসঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের সম্পদের পরিমাণ ৪৭১.৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ দুই তারকার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারও নয়। তবে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর চেয়ে ১৫ গুণ বেশি সম্পদ রয়েছে ফায়েক বলকিয়ার।

ফাইক বলকিয়া জন্মসূত্রে একজন আমেরিকান নাগরিক কিন্তু ব্রুনাই জাতীয় দলের হয়ে ফুটবল খেলেন। ২৫ বছর বয়সী এই ফুটবলারের মোট সম্পদ প্রায় ১৫.৭ বিলিয়ন পাউন্ড। ব্রুনাইয়ের রাজপরিবারের ছেলে বর্তমানে থাইল্যান্ডের রাচাবুরি এফসির হয়ে ফুটবল খেলে।

উত্তরাধিকার সূত্রে এত বিশাল সম্পত্তির মালিক হন ব্রুনাইয়ের সুলতানের ভাগ্নে বলকিয়া। রাজপরিবারের সম্পদ প্রায় ২০০ বিলিয়ন পাউন্ড। এর মধ্যে ফায়েক বলকিয়ার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১৫ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড। বলকিয়া জীবনে উত্তরাধিকার সূত্রে বিপুল পরিমাণ অর্থ পাওয়া খুবই সাধারণ ব্যাপার। শখের বশে তিনি বাড়িতে বাঘের শাবক পালন করেন। যাঁর সঙ্গে বলকিয়া প্রায়ই ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে।

ফাইক বলকিয়া ফুটবল খেলা পছন্দ করেন। এত সম্পদ থাকা সত্ত্বেও ক্লাবের হয়ে খেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলকিয়া বলেন, ফুটবল খেলা আমার কাছে স্বপ্ন। আমি ছোটবেলা থেকে ফুটবল খেলছি এবং আমি এটি উপভোগ করি। আমার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে আমার বাবা-মাও আমাকে সমর্থন করেন।

বলকিয়া প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব লেস্টার সিটি এবং চেলসির হয়ে খেলেছেন। কিন্তু চেলসি একাডেমির গ্র্যাজুয়েট কোনো দলের সিনিয়র দলে খেলার সুযোগ পাননি। তবে লেস্টার সিটির জার্সিতে উয়েফা ইয়ুথ লিগে খেলেছেন বাল্কি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ