ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শেষ হলো সিলেট-রংপুরের খেলা, দেখে নিন ফলাফল 

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২৩ ১৭:১৬:৫৬
শেষ হলো সিলেট-রংপুরের খেলা, দেখে নিন ফলাফল 

বাবর এসে রংপুর জয় করেন

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের খেলা কতটা বাজে হতে পারে তার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে! আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়েছে সিলেট। এরপর তাদের ১২০ রানের স্বল্প পুঁজির সামনেও হেরে যায় রংপুরের টপ অর্ডার। তারাও ৩৯ রানে ৬ উইকেট হারায়। যদিও সেখান থেকে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমার ও হজরতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ৪ উইকেটে জয় পায় রংপুর।

দশম বিপিএল আসরের ঢাকা অংশের বেশির ভাগ ম্যাচেই একটা জিনিস লক্ষণীয়- সেটা হল দিনের ম্যাচে ছোট রানের নজির। তারপর রাতের ম্যাচে টি-টোয়েন্টির মেজাজ ফিরতে দেখা যায়। এর আগে চলতি বিপিএলে ন্যূনতম ১২১ রানে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার তাদের চেয়ে এক রান কম নিয়ে সবচেয়ে কম পুঁজি করেছে সিলেট। সেই রানেও তাদের বোলাররা ম্যাচ সামলেছেন কিছুটা। তবে ব্যাটারদের যে কোনো কৃতিত্ব নেই এমন তর্ক করা কঠিন!

সাকিব আল হাসানকে ছাড়াই রংপুরের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন বাবর। তার ব্যক্তিগত সেরা ইনিংসটি তার ব্যাট দিয়ে দলের প্রথম ম্যাচে জয় এনে দেয়। ৪৯ বলে ৬ চারের সাহায্যে ৫৬ রান করেন পাকিস্তানি তারকা। আরেক বিদেশি অলরাউন্ডার, আফগানিস্তানের ওমরজাই ৩৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৪৭ রান করেন। সিলেটের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট পান লঙ্কান স্পিনার দুশান হেমন্ত।

এর আগে সিলেটের রাজধানী না থাকায় শুরু থেকেই রংপুরেও লেজেগোবরে পরিস্থিতির সৃষ্টি হয়। ওপেনার রনি তালুকদার থেকে শুরু করে বুকের মতো উঁচুতে বল খেলতে গিয়ে ব্যক্তিগত ৬ রানে ক্যাচ নেন রিচার্ড নাগারাবা। এরপর নাজমুল ইসলাম অপুর বলে বোল্ড হয়ে রানের (৫ বলে) আগে খাতা খোলান বোল্ড ব্রেন্ডন কিং। এরপর অধিনায়ক নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী ও শেখ মেহেদিরা বলার মতো রান পাননি। তাদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

তানজিম সাকিবের বলে ৮ রানে ফেরেন সোহান। বাকি তিন ব্যাটার হেমন্তের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শামীম ২ ও নবী-মেহেদি শূন্য রানে আউট হন। এরপর বাবর-ওমরজাই জুটি রংপুরকে বিপদের খাদ থেকে টেনে আনে। সেই জুটিই শেষ পর্যন্ত নিশ্চিত করেছে রংপুরের জয়। ৬৮ বলে ৮৬ রান এসেছে এই জুটির।

রংপুরের বিপক্ষে মাশরাফির জন্য পুঁজি বাঁচানো

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চরম বিপর্যয় দেখায় সিলেট। বেনি হাভেলের 43 এবং বেন কাটিং এর 31 রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে তারা 8 উইকেটে 120 রান তুলতে সক্ষম হয়। নাজমুল শান্তর ১৪ রান ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। রংপুরের হয়ে শেখ মেহেদী ও রিপন মন্ডল সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ