মাশরাফি-সাকিব নয় বোর্ডের অন্য একজন হচ্ছেন বিসিবির সভাপতি!

কে হতে যাচ্ছেন পরবর্তী বিসিবির সভাপতি তা জানতে গেলে সবার আগে একটি ব্যাপারে একটু পরিস্কার হওয়া দরকার । আকরাম খান আদৌ কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কি না? এক- আকরাম খান আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চান কি না? দুই- আকরাম খানের পক্ষে তিনি যদি প্রেসিডেন্ট হতে চান বোর্ডের সংখ্যাগরিষ্ঠ বোর্ড পরিচালক ও সরকার তাঁদের সমর্থন আছে কিনা। তিন আকরাম খান যদি প্রেসিডেন্ট হতে চান সেটা কি এখন হতে পারবেন?। বর্তমান সভাপতি এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দায়িত্ব ছেড়ে দেবেন। প্রথমত, আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য যেহেতু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর সাবেক অধিনায়ক ছিলেন। প্রধান নির্বাচক ছিলেন আকরাম খান।
যোগ্যতার মাপকাঠির কথা যদি আপনারা বলেন, সৌরভ গাঙ্গুলি যোগ্যতা ছিল আকরাম খানেরও যোগ্যতা আছে। যে কারণে শেষ পর্যন্ত গাঙ্গুলি বিসিসিআই এর প্রেসিডেন্ট হয়েছিলেন। সে হিসেবে আকরাম খান যোগ্য।
আকরাম খান আসলে ওই পদে যাওয়ার ইচ্ছা আছে কিনা। এখানকার উত্তরটা হচ্ছে হ্যাঁ। তিনি কোথাও অফিসিয়ালি বলেননি। পরিবার থেকে কেউ কখনও কোথাও জানায়নি। বিসিবি প্রেসিডেন্ট আকরাম খান হতে চান। বরং বিভিন্ন সময় আমরা দেখেছি যে তিনি অপারেশনসের দায়িত্ব ছাড়তে চান। ফ্যাসিলিটিজ নিয়ে কাজ করতে চান বাংলাদেশের অবকাঠামো বিনির্মাণে তার একটি রোল তিনি রাখতে চান। মাঠগুলোকে ডেভেলপ করতে চান। সে রকম বিষয়ের বিভিন্ন সময় আমরা জেনেছি এবং এটাও দেখেছি যে, তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিতে চান।
প্রভাবশালী যে ক জন পরিচালক রয়েছেন তার মধ্যে তিনজন ক্যাপ্টেন রয়েছেন তার মধ্যে দুজন আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়৷ এখন থেকে ৪-৫ বছর আগে আকরাম খান যদিও বলেন নাই যে তিনি সভাপতি হতে চান তবে বুঝা যায় তিনি হতে পারেন অন্যদিকে দুর্জয় তিনি বলেছেন যে পাপন কখনও দায়িত্ব ছাড়লে, এ জাগায় আগ্রহ তার রয়েছে। সেই ব্যাপারটা প্রকাশ করেছিলেন।
এখানে সরকারের একটি সমর্থন ব্যাপার রয়েছে, অবশ্যই ক্রিকেট বোর্ডে যারা নির্বাচিত হোন না কেন? তিনি যেহেতু সংসদ সদস্য না বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক তারও এই জায়গায় আসার সুযোগ রয়েছে। তিনিও প্রেসিডেন্ট হতে চান৷ তিন ক্যাপ্টেনের মধ্যে অন্তত দুজন বিসিবি প্রেসিডেন্ট হতে চায়। তার মানে ক্যাপ্টেনদের মধ্যে এটা নিয়ে আসলে একটি সাইড যুদ্ধ রয়েছে। বোর্ডের অন্য পরিচালক যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যেও কম-বেশি পক্ষ বিপক্ষ রয়েছে।
আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কবে হতে চান? এমন প্রশ্নের উত্তরে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করেন শুধু আকরাম খান একা না। আকরাম খানের নামটা এখানে একক ভাবে আলোচনা করলে অন্যায় হবে। মাশরাফি বিন মুর্তজার নাম ওইখানটায় এবং সর্বাধিকভাবে মাশরাফির নামটা এসেছে সবচেয়ে বেশি আলোচিত। সবচেয়ে বেশী পছন্দের হচ্ছেন মাশরাফি। বর্তমান সভাপতি যেটা বলেছেন মাশরাফির আশার কোনও সুযোগ নেই। তিনি সরে গেলে যদি এখানকার প্রেসিডেন্সি চেঞ্জ হন তাহলে ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে হবে।
বর্তমান সভাপতি যখন এই ক্রাইটেরিয়ার কথা বলেছেন তখন থেকে এই দুজন কে বোর্ডের অভ্যন্তরে আলোচনা শুরু হয়ে গেছে। বর্তমান সভাপতি আগামী বছরের শুরুতে দায়িত্ব ছেড়ে দেয় তাহলে আকরাম নাকি দুর্জয় নাকি অন্য কেউ হবেন সেই বিষয় নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা৷ বর্তমান সভাপতির যদি ও ২০২৫ অক্টোবর পর্যন্ত মেয়াদ আছে। বর্তমান সভাপতি যদি একদম একপাক্ষিক ডিসিশন নেন যে তিনি আর দায়িত্ব পালন করতে চান না। পরের ১০ মাস অন্য কেউ আসবে বোর্ড থেকে সেটা নির্বাচন হবে। যিনি জিতবেন তিনি আসবেন বর্তমান সভাপতির জাগায়।
এরকম যদি ঘটে বা ঘটার যদি পরিবেশ তৈরি হয় সেটা বিসিবিতে নাজমুল হাসান পাপন ছাড়া অন্য যে পরিচালকগণ হয়েছে কেউই মানবে না। মানবে না দুইটি কারণে একটি হচ্ছে পাপনকে তারা পাবলিক হিসেবে চান সাধারণ মানুষ কি চাই না চায় এখানে তার কোন মূল্য নাই। দ্বিতীয় পয়েন্ট যেটা। ২৫ পরিচালকের মধ্যে কেউ কাউকেই এখানকার প্রেসিডেন্ট দেখতে চান না। থাকলে পাপন থাকবেন। পরে ইলেকশনের পর কী ঘটবে সেটা পরের হিসাব। কিন্তু মাঝপথে তাঁদের কলিগদের কেউ একজন বিসিবি প্রেসিডেন্ট হয়ে যাবে তা তারা চান না।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- স্বাস্থ্য খাতে বড় সংস্কার: ২৬ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম