ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বিপিএল না খেলেই দেশে ফিরে গেলেন মোহাম্মদ হারিস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২১ ১৮:০৭:৪৩
বিপিএল না খেলেই দেশে ফিরে গেলেন মোহাম্মদ হারিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হারিসকে সরাসরি চুক্তিতে দলে যুক্ত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পাকিস্তান দলে না থাকায় বেশ আগেভাগেই বাংলাদেশে আসেন তিনি। চ্যাটলারও ফ্র্যাঞ্চাইজির ট্রেনিং ক্যাম্পে ছিলেন। কিন্তু এই ব্যাটার বিপিএলে খেলছেন না।

হারিস বিপিএলে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে এনওসি বা অ্যাফিলিয়েশন লেটার পাননি। যার কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাকে। হারিসসহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারকে এবারের বিপিএলে খেলতে দেয়নি পিসিবি।

এই তালিকায় রয়েছেন ফখর জামান, ইফতেখার আহমেদ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল ফখরের। আর ইফতিখার ও নাসিম শাহ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে হারিসের সঙ্গে ছিলেন হাসনাইন। মহান ঢাকার জন্য চুক্তিবদ্ধ সাইম আইয়ুব তাদের কাছে অনাপত্তিপত্র পাননি।

পাকিস্তানি মিডিয়া বলছে, আসন্ন পাকিস্তান সুপার লিগ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাদের কোনো আপত্তি জানানো হয়নি। এ ছাড়া পাকিস্তানি ক্রিকেটাররা বছরে তিনটির বেশি লিগ খেলতে পারবেন না। এরই মধ্যে পিএসএলের বাইরে দুটি বিদেশি লিগে খেলেছেন হ্যারিস।

বিপিএলের একই দিনে শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল লিগের (আইএলটি টি-টোয়েন্টি) দ্বিতীয় আসর। দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে চার তারকা ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি। যে চারজন পাকিস্তানি ক্রিকেটার অনাপত্তিপত্র পেয়েছেন তারা হলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তাদের মধ্যে একমাত্র পেসার শাহীন আফ্রিদিই এমিরেটস টুর্নামেন্টে খেলবেন। বাকি তিন ক্রিকেটার শিগগিরই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

তবে গুঞ্জন ছিল ক্রিকেটাররা শেষ পর্যন্ত বিপিএলে খেলার অনুমতি পেতে পারেন। যদিও হারিস বাংলাদেশে রয়ে গেছেন এনওসির অপেক্ষায়। তবে চট্টগ্রামের দুই ম্যাচ পেরিয়ে গেলেও বিষয়টির সুরাহা না হওয়ায় বাংলাদেশ ছাড়তে হয় হারিসকে।

বিপিএল খেলতে না দেওয়ায় আজ পাকিস্তানের ফ্লাইট ধরলেন বলে জানা গেছে। এই ব্যাটার দুবাই ট্রানজিটের পর পাকিস্তানে পৌঁছাবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ