ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

চার মাস পর অন্য রকম তামিম কে দেখলো ক্রিকেট প্রেমীরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২০ ১৭:০৯:২৯
চার মাস পর অন্য রকম তামিম কে দেখলো ক্রিকেট প্রেমীরা

তামিম ইকবাল ভক্তদের জন্য আজকের দিনটি দারুণ। দীর্ঘদিন পর বাইশ গজে ফিরেছেন তাদের প্রিয় ক্রিকেটার। ফেরার সময় তামিম দেখা করেন রানের সঙ্গে। এতদিন অপেক্ষায় থাকা ভক্তদের জন্য আজ একটু অন্যরকম লাগছে।

গত বছরের ২৩ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন তামিম ইকবাল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি টাইগার ওপেনারের। তবে এরপর কোনো প্রতিযোগিতামূলক ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেননি তামিম। দীর্ঘদিন পর আজ বিপিএল দিয়ে বাইশ গজের ক্রিকেটে ফিরলেন ফরচুন বরিশালের অধিনায়ক।

আর ফেরার দিন তামিম বেশ উৎফুল্ল মেজাজে ব্যাট করেছেন। রংপুরের বিপক্ষে ১৩৫ রান তাড়া করতে গিয়ে আজমতুল্লাহ প্রথম ওভারে ওমরজাইকে তিন বাউন্ডারি মেরেছিলেন। এরপর শেখ মেহেদী, মোহাম্মদ নবীর বিপক্ষে সাবলীল ছিলেন এই ওপেনার।

নবীর বলে পা দেওয়ার আগে ২৪ বলে ৩৫ রান করেন তামিম। ১১৮ রানের পর ক্রিকেটে ফেরার পর ভালো কিছুর আভাস দিলেন দেশ সেরা এই ওপেনার। সব মিলিয়ে এই ৩৫ রানের মধ্য দিয়ে তিনি বললেন 'আমি আছি, আমি রান আউট হইনি'।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দর্শকদের জন্য তামিম-সাকিব ম্যাচ উপভোগ করার সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময় ছিল আজ। তবে সেই কাঙ্ক্ষিত সময়ও চলে আসে বরিশালের ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে। কারণ রংপুর থেকে সাকিব এ সময় বল করতে আসেন, তামিম ব্যাটিং করছিলেন।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ