ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

৭.৪ ওভারে বরিশালের রান সংখ্যা যত, দেখে নিন স্কোর আপডেট

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ২০ ১৫:৫৫:০৬
৭.৪ ওভারে বরিশালের রান সংখ্যা যত, দেখে নিন স্কোর আপডেট

বিপিএলের দ্বিতীয় দিনে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেনি বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রংপুর। মোহাম্মদ ইমরানের প্রথম বলেই আউট হন ব্র্যান্ডন কিং। স্কোরবোর্ডে ১৪ রান যোগ করতে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার রনি তালুকদার। খালেদের বিদায়ের এক রান পর খালেদকে বোল্ড করেন অধিনায়ক সাকিব আল হাসান।

এ খবর লেখা অবধি ৭.৪ ওভার ৬৭/২ রান সংগ্রহ করেরংপুর দ্রুত ৩ উইকেট হারায় কেউ ধরতে পারেনি। দলের ৩১ রানে আজমতুল্লাহ ওমরজাইকে আউট করেন দুনিত ভেলালেগার। এরপর নুরুল হাসান ও শামীম হোসেন গড়েন ৩৪ রানের জুটি। সদ্য বিবাহিত শোয়েব মালিকের বলে ২৩ বলে ২৩ রান করে বিদায় নেন নুরুল। শামীম ৩৪ রান করেন। তার উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

সেঞ্চুরি আগে যখন রংপুরের সংগ্রহ থেমে যাওয়ার শঙ্কা তখন উঠে দাঁড়ান মেহেদী হাসান। ১৯ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে সালমান ইরশাদ ৮ ও হাসান মুরাদ ৭ রান করেন। বরিশালের হয়ে খালেদ ৩১ রানে ৪ উইকেট, মিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ইমরান, ভেলালেগে ও শোয়েব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ