ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ক্রিকেটপ্রেমীরা জোড়া থ্রিলার দেখলো ভারত-আফগানিস্তান ম্যাচে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৮ ১০:৫২:২৪
ক্রিকেটপ্রেমীরা জোড়া থ্রিলার দেখলো ভারত-আফগানিস্তান ম্যাচে

প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ জিতেছিল ভারত। আর তাই বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আক্ষরিক অর্থেই নিয়ম ভাঙার ছিল। কিন্তু ম্যাচটি যে উত্তেজনায় ভরপুর হবে তা কে জানত! নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপারও টাই হয়ে যায়। শেষ পর্যন্ত ম্যাচের সিদ্ধান্ত হয় দ্বিতীয় সুপার ওভারে। ভারত ১০ রানে জিতেছে। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে রোহিত শর্মার দল।

বুধবার বেঙ্গালুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত ও রিংকু সিংয়ের ঝড়ো ইনিংসের ভরসায় ভারত ৪ উইকেটে ২১২ রানের বিশাল পুঁজি পায়। জবাবে আফগান দলের ইনিংসও শেষ হয় ৬ উইকেটে ২১২ রানে। প্রথম সুপার ওভারও শেষ হয় নাটকীয় টাই। সফরকারী দলের হয়ে ব্যাট করতে আসেন গুলবাদিন নায়েব ও রহমানুল্লাহ গুরবাজ। মুকেশ কুমারের প্রথম বলেই রান আউট হন নায়েব। পরের বলে এক রান নেন মোহাম্মদ নবী। তৃতীয় বলে চার মারেন রহমানুল্লাহ গুরবাজ। চতুর্থ বলে আবার সিঙ্গেল। পঞ্চম বলে ছক্কা হাঁকান নবী। শেষ বলে আসে ৩ রান। ফলে ১৭ রানের লক্ষ্য পায় ভারত।

লক্ষ্য তাড়া করতে গিয়ে আজমতুল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে মাত্র ২ রান করে ভারত। পরের দুই বলে ৬ রান করেন রোহিত শর্মা। ফলে শেষ দুই বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলে আসে মাত্র ১ রান। শেষ বলে মাত্র ১ রান নিতে পারেন জয়সওয়াল। এরপর ম্যাচ টাই হয়ে যায়।

এরপর দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ভারত। নাম রোহিত ও রিংকু। রোহিত ৩ বলে ১১ রান করার পর প্রথম বলেই আউট হন রিংকু। পরের বলেই আউট হন রোহিত (১১)। ফলে জয়ের জন্য আফগানিস্তানের সামনে ১২ রানের টার্গেট। ব্যাট করতে আসেন নবী ও গুরবাজ। রোহিত এখন বল দেন রবি বিষ্ণোইকে। প্রথম বলেই নবীকে আউট করেন তিনি। তৃতীয় বলে গুরবাজকে আউট করে ভারতকে জয় এনে দেন তিনি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাজে ব্যাটিংয়ের মুখে পড়তে হয় ভারতকে। ২২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে স্বাগতিক দল। এর পর রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে পথ দেখান। অধিনায়কের ১২১ রানের অপরাজিত ইনিংস এবং রিংকু সিংয়ের ৬৯ রানের অপরাজিত ইনিংস ভারতকে প্রতিদ্বন্দ্বিতা করে।

দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মার ফেরা সুখকর ছিল না। আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে কল-আপ (শূন্য) নিয়ে ফিরেছেন। এরপর তৃতীয় টি-টোয়েন্টিতে সুদে-এসলে দৌড়ে! যার মাধ্যমে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন রোহিত।

এই দুজনের জুটি শেষ ওভারে করিম খান্নার বলে ৩৬ রান তোলে। শেষ ওভারে রানের গ্রাফ ছিল এরকম – ৪-৭ (নো বল)-৬-১-৬-৬-৬। এর মাধ্যমে তিনি যুবরাজ সিং ও কাইরন পোলার্ডের রেকর্ড ভেঙে দেন। এই দুই ব্যাটসম্যানই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে এক ওভারে ৬টি ছক্কা মেরে নজির স্থাপন করেন। কিন্তু আজ রোহিত-রিংকু মিলে ৩৬ রান করেন।

এছাড়া পঞ্চম উইকেটে ৯৫ বলে ১৯০ রানের অপরাজিত জুটি গড়ে টি-টোয়েন্টিতে নতুন নজির স্থাপন করেন রোহিত-রিঙ্গু। পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। ভারত যখন ২২ রানে ৪ উইকেট হারিয়েছিল, তখন দুই ব্যাটসম্যান দায়িত্ব নেন। এরপরই তোলপাড় সৃষ্টি করে এই জুটি। দুই তারকাই মেরেছেন চার ও ছক্কা। তার প্রভাবে ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১২ রান করে।

জবাবে ভালো শুরু করেও ম্যাচ জিততে পারেনি আফগান দল। দুই ওপেনার গুরবাজ (৫০) ও জাদরান (৫০) প্রথম উইকেটে ১১ ওভারে ৯৩ রান করেন। তৃতীয় অবস্থানে রয়েছেন গুলবাদিন নায়েবও। তিনি ২৩ বলে ৫৫ রান করার পর অপরাজিত থাকেন। তার ব্যাট থেকে এসেছে চারটি চার ও একটি ছক্কা। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার নবী ১৬ বলে ৩৪ রানের আক্রমণাত্মক ইনিংস করেন। সবচেয়ে সফল ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর। ১৮ রানে ৩ উইকেট নেন তিনি। ১-১ উইকেট পান আবেশ খান ও কুলদীপ যাদব।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ