ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আইসিসির সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিএলের দশম আসরে এসেছে নতুন নিয়ম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৭ ১৪:০৪:৪৩
আইসিসির সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিএলের দশম আসরে এসেছে নতুন নিয়ম

আর কয়েকদিন পরই শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। অংশগ্রহণকারী দলগুলো ইতিমধ্যেই শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত। আইসিসির সঙ্গে সামঞ্জস্য রেখে এবারের বিপিএলের নিয়ম-কানুনে পরিবর্তন এসেছে। টুর্নামেন্টের কারিগরি কমিটির সমন্বয়ক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রকিবুল দাবি করেন, এবারের বিপিএলে মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে। তিনি বলেন, টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে কিছু পরিবর্তন আনা হয়েছে। বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় লাগলে ফিল্ডিং দলকে প্রথম সতর্কবার্তা দেওয়া হবে। একই ভুল দ্বিতীয়বার করলে ব্যাটিং দল পেনাল্টি হিসেবে পাবে ৫ রান। বিপিএলের গত আসরে এই নিয়ম ছিল না।

এছাড়াও এবারের বিপিএলে স্ট্যাম্পিং রিভিউয়ে নো বল চেক করবেন না আম্পায়ার। টাইম আউটের পরিবর্তে ৫ রানের পেনাল্টি হবে। তবে আগে ব্যাট করা দলকে সতর্ক করা হবে। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে ব্যর্থ হলে ম্যাচ রেফারির কাছে আপিল করতে পারে।

এমনকি কঠোর শীত এবং কুয়াশাচ্ছন্ন দিনে ক্রিকেট হাউস ঘুমিয়ে থাকে। কিন্তু এবার উইকেটে লড়াই শুরু হয়েছে অনেক আগেই। কিউরেটর এবং ভেন্যু ম্যানেজাররা কারিগরি কমিটি দ্বারা নির্দেশিত ছিলেন। আসন্ন বিপিএলে উচ্চ স্কোরিং উইকেট চায় বিসিবি। সিলেট ও ​​চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে শঙ্কা বেশি থাকলেও এবার ঢাকায় রানের ঝড় বইবে বলে আশাবাদী কারিগরি কমিটির আহ্বায়ক।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ