ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

খুলনার অধিনায়কের নাম প্রেকাশ করলো খুলনা টাইগার্স

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৬ ২১:৪০:১১
খুলনার অধিনায়কের নাম প্রেকাশ করলো খুলনা টাইগার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরটি ১৯ জানুয়ারি থেকে শুরু হবে। টুর্নামেন্টের তিন মিনিট বাকি থাকতে এনামুল হক বিজয়কে অধিনায়ক ঘোষণা করেছে খুলনা টাইগার্স। আজ সোশ্যাল মিডিয়ায় এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি।

এবার তুলনামূলক ভালো দল গড়েছে খুলনা। রয়েছে একগুচ্ছ অভিজ্ঞ ক্রিকেটার। দলের অধিনায়ক বিজয় ছাড়াও দলে আছেন মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

শেষ মুহূর্তে পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং প্রস্তুতির মাঝখানে তারা দলে টেনেছেন ভারতের তরুণ পেসার নাহিদ রানা ও ক্যারিবিয়ান পেসার ওশান থমাসকে। এছাড়াও বিদেশিদের মধ্যে রয়েছেন উইন্ডিজের এভিন লুইস, ধনঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, দাসুন শানাকা। যার ব্যাটে এগিয়ে যেতে পারে খুলনা টাইগাররা।

বিদেশি বোলারদের মধ্যে পেস আক্রমণে দলের প্রধান শক্তি হলেন দুই তরুণ পাকিস্তানি মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফ, শ্রীলঙ্কার কাসুন রাজিথা। মুকিদুল ইসলাম মোছা ও নাহিদুল ইসলাম তাদের সঙ্গে বোলিংয়ে বেশ কার্যকরী হতে পারেন। স্পিন বিভাগে জ্বলে উঠতে পারেন নাসুম আহমেদ।

খুলনা খেলবেন তরুণ কোচ তালহা যুবায়েরের অধীনে। দলের সেরা অর্জন ২০২০ সালের ফাইনালে খেলা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ