ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

এক নজরে দেখে নিন বিপিএলের যত ভেন্যু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৫ ২০:৫৫:০৪
এক নজরে দেখে নিন বিপিএলের যত ভেন্যু

এখন পর্যন্ত বিপিএলের ম্যাচ হয়েছে দেশের ৪ শহরের ৫ ভেন্যুতে।

১৷ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা (২০১২-বর্তমান)

২। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (২০১২-বর্তমান)

৩৷ শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াম, খুলনা (২০১৩)

৪৷ এম.এ. আজিজ ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম (২০১৩)

৫৷ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (২০১৭-বর্তমান)

২০১৩ সালে ঐ একবারই বিপিএলের ম্যাচ গড়িয়েছিল খুলনাতে৷ এরপর আর দক্ষিণাঞ্চলে হয়নি এই আসরের কোন ম্যাচ৷

এছাড়া বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো প্রতিবার নগরীর সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও ২০১৩ বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল কাজীর দেউরিতে অবস্থিত এম.এ. আজিজ স্টেডিয়ামে। ২০১৩ সালের পর কাজীর দেউরিতেও আর বিপিএল হয়নি।

২০১৭ সালে বিপিএলের ৫ম ভেন্যু হিসেবে অভিষেক হয় সিলেটের৷ বর্তমানে মিরপুর, সাগরিকা ও সিলেটে নিয়মিতভাবেই বিপিএল অনুষ্ঠিত হয়ে আসছে৷ খুব ইচ্ছা খুলনা, কক্সবাজার, রাজশাহী, বরিশালের মতো শহরগুলোতেও বিপিএলের ম্যাচ দেখার। যদিও আপাতত এই ইচ্ছা ‘ইচ্ছা’ ছাড়া আরকিছুই না

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ