ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

রাতে মরুভূমির বুকে বাঘে-সিংহের লড়াই, দেখে নিন সময় সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৪ ১৮:৫১:৪৮
রাতে মরুভূমির বুকে বাঘে-সিংহের লড়াই, দেখে নিন সময় সূচি

২০২৪ সালের প্রথম 'এল ক্লাসিকো' রাতে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই স্প্যানিশ জায়ান্টের মধ্যে লড়াই মানে অতিরিক্ত উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে স্প্যানিশ সুপার কাপের ক্লাসিক ফাইনাল হবে সৌদি আরবে। রোববার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় সৌদি আরবের আল আউয়াল স্পোর্টস পার্কে মুখোমুখি হবে বিশ্বের সেরা দুই স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

সুপার কাপের শিরোপা নির্ধারণ হবে নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে। যে কারণে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলতে চায় রিয়াল ও বার্সা। তবে দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ে কার্লো আনচেলত্তির দল কিছুটা এগিয়ে। গত ২০ ম্যাচে অপরাজিত রিয়াল আর্মি। অন্যদিকে জাভি হার্নান্দেজের বার্সেলোনা এগিয়ে যাচ্ছে।

এল ক্লাসিকোর প্রায় ১২০ বছরের গৌরবময় ইতিহাস রয়েছে। সময়ের সাথে সাথে এই গৌরবময় যুদ্ধ গৌরবে পরিপূর্ণ হয়ে ওঠে। আর রিয়াল-বার্সা লড়াই যদি ফাইনালের মতো মঞ্চে ওঠে, তাহলে তো প্রশ্নই ওঠে না। ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়েছে হাজার গুণ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শিরোপা জয়ের জন্য লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

তার সাম্প্রতিক ফর্মের পরিপ্রেক্ষিতে জাভি হার্নান্দেজ প্রতিপক্ষকে এগিয়ে রেখেছেন। রিয়াল মাদ্রিদ প্রসঙ্গে বার্সার কোচ বলেন, 'কোচ হিসেবে বার্সায় আসার পর গত সুপার কাপের ফাইনাল ছিল সেরা ম্যাচ। এ বছর লস ব্লাঙ্কোসের দল আরও শক্তিশালী। তবে আমরা খুব উত্তেজিত এবং শিরোপা জয়ের অপেক্ষায় আছি।

কাতালান ক্লাবটির মতোই আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেছেন, 'ফুটবলরা ভালো প্রস্তুতি নিয়েছে। ফাইনাল ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। বার্সেলোনার বিপক্ষে খেলার অনেক অভিজ্ঞতা এবং আমি জানি মিডফিল্ডে তাদের বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে। যারা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন। তাদের নিয়ন্ত্রণে রাখাই হবে চ্যালেঞ্জ।

রিয়াল-বার্সা এখন পর্যন্ত মোট ২৫৫টি এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে। রিয়ালের ১০৩টি জয়ের তুলনায় বার্সা ১০০টি ম্যাচ জিতেছে। ৫২টি ম্যাচ ড্র হয়েছে। এল ক্লাসিকোতে গোলেও এগিয়ে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের ৪২৬ গোলের তুলনায় কাতালান জায়ান্টরা ৪১৬ গোল করেছে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ