ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ক্রীড়ামন্ত্রী হয়েই নতুুন পরিকল্পনা সাজালেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৪ ১৮:১৪:৩৯
ক্রীড়ামন্ত্রী হয়েই নতুুন পরিকল্পনা সাজালেন পাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী হিসেবে আজ (রোববার) প্রথম দিন কাটালেন নাজমুল হাসান পাপন। সকালে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে যাবেন। সেখানে নতুন ক্রীড়ামন্ত্রী ক্রীড়া ক্ষেত্রের সর্বস্তরের মানুষের কাছ থেকে উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করেন।

জাতীয় ক্রীড়া পরিষদের ছোট সম্মেলন কক্ষে পা রাখার জায়গা ছিল না। ফুল দিতে গিয়ে হাতাহাতি হয়। বিষয়টি নতুন ক্রীড়ামন্ত্রীরও চোখ এড়াতে পারেনি। আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, 'আজকের কর্মসূচি কিছুটা এলোমেলো ছিল। আগামীতে শৃঙ্খলার সঙ্গে আয়োজন করব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে একটি প্রতিষ্ঠান হলেও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এখানে আসেন না। আজ যখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে আসেন, তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির প্রায় সব পরিচালক।

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণত স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণে ব্যস্ত থাকে। নতুন চেয়ারম্যান স্টেডিয়াম নির্মাণের চেয়ে মাঠকে প্রাধান্য দিচ্ছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি স্টেডিয়াম আছে।’ কিন্তু মাঠ কোথায়? মাঠ না থাকলে মানুষ খেলবে কোথায়? তাই স্টেডিয়ামের চেয়ে মাঠ বেশি দরকার।

ঢাকায় মাঠ স্বল্পতার কথা উল্লেখ করে মন্ত্রী ক্রিকেটের সমস্যার কথাও তুলে ধরেন, ‘মিরপুর স্টেডিয়াম ছাড়া ঢাকায় আর কোনো মাঠ নেই।’ ফলে মিরপুরে অনেক চাপ রয়েছে এবং এর কারণে উইকেটের মানও খারাপ। ভালো না।

স্টেডিয়ামটির নির্মাণ ও সংস্কার রক্ষণাবেক্ষণ সঠিক নয়। ক্রীড়ামন্ত্রীও এ বিষয়ে আলোকপাত করেন, 'আমাদের অনেক স্টেডিয়াম আছে। অনেক স্টেডিয়াম তালাবদ্ধ নেই, এবং অনেক স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত নয়। তাই এসব বিষয় পর্যালোচনার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি, 'আমাদের প্রথমে দেখতে হবে কয়টি স্টেডিয়াম আছে এবং কতগুলো সক্রিয়। এরপর সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট এক হাজার কোটি টাকার একটু বেশি। যুব খাতে প্রচুর অর্থ যায়। ক্রীড়া খাতে যে অর্থ উপার্জন করা হয় তার বেশিরভাগই অবকাঠামো নির্মাণ এবং প্রশাসনিক ব্যয়ের আকারে। ক্রীড়া প্রশিক্ষণের জন্য তুলনামূলকভাবে কম বরাদ্দ রয়েছে। প্রশিক্ষণের পাশাপাশি অবকাঠামো তৈরিও জরুরি।নতুন মন্ত্রী বলেন, 'প্রশিক্ষণ যেমন প্রয়োজন, অবকাঠামো তৈরিও জরুরি। খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ভালো ও মানসম্মত সুযোগ-সুবিধা দিতে হবে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ