ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

হঠাৎ রেগে আগুন পাকিস্তানের ক্রিকেটার ইফতেখার আহমেদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৪ ১৭:৪৮:৩২
হঠাৎ রেগে আগুন পাকিস্তানের ক্রিকেটার ইফতেখার আহমেদ

পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদকে অনেকেই তার চেহারা এবং বয়সের কারণে 'চাচা' বলে ডাকেন। কিন্তু সেই 'চাচা' হয়ে উঠলেন মাঠের যুবক! কিছু সতীর্থ ইফতিখারকে এই নামেও সম্বোধন করে। কিন্তু সেই ডাক শুনে রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার। 'চাচু' ডাক শুনে দর্শকদের বললেন, 'চুপ কর।'

আজ (রোববার) হ্যামিল্টনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ড। যেখানে অ্যাডাম মিলনের বোলিংয়ে ২১ রানে হেরেছে পাকিস্তান। এই সিরিজে শাহীন আফ্রিদির দলের টানা দ্বিতীয় পরাজয়। ম্যাচের প্রথম ইনিংসে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হন ইফতেখার। পাকিস্তানি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে, সীমানা রেখায় এই পাকিস্তানি ক্রিকেটারকে খুঁজে পাওয়ার পর পেছন থেকে কেউ তাকে 'চাচু' বলে ডাকে।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ঘটনার প্রাথমিক অংশ ভিডিওতে দেখা যায়নি। হঠাৎ রাগান্বিত ইফতেখারকে পিছন ফিরে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ক্ষুব্ধ ক্রিকেটারের মন্তব্যের জবাবে একজন দর্শক চিৎকার করে বলে উঠলেন- 'আমরা আপনার ভক্ত।' বোঝাই যাচ্ছে এর পরেও মেজাজ কমেনি এই ডানহাতি স্পিন অলরাউন্ডারের। জবাবে ইফতেখার বলেন- 'শান্ত থাকুন।'

এর আগে পাকিস্তানের এই তারকা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে 'চাচা' নামের পুরনো গল্প তুলে ধরেছিলেন। ফরচুন বরিশালের হয়ে খেলা ইফতেখার সে সময় বলেছিলেন- একটা সময় ছিল যখন তাকে কেউ চাচা বলে ডাকত, খুব রাগ করতেন।

আর কিউই দলের বিপক্ষে ব্যাট করতে আসা ইফতেখারও সুবিধা করতে পারেননি। ৮ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এর আগে স্বাগতিক নিউজিল্যান্ডের হয়ে প্রথমে ব্যাট করা ওপেনার ফিন অ্যালেন ৪১ বলে ৭৪ এবং মিচেল স্যান্টনার ১৩ বলে ২৫ রান করেন। এ ছাড়া বাকি ইনিংস শেষ করতে না পারলেও মিডল অর্ডারের প্রায় সবাই ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে ১৯৪ রানের বড় স্কোর করে।

জবাবে পাকিস্তান নির্ধারিত ওভার শেষে ৩ বল বাকি থাকতে ১৭৩ রানে অলআউট হয়। সাবেক অধিনায়ক বাবর আজম ৪৩ বলে ৭ চার ও দুই ছক্কায় ৬৬ রান করেন। এছাড়া ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন ফখর জামান। মারেন ৩টি চার ও ৫টি ছক্কা। কিউই দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাডাম মিলনে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ