ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

চমক নিয়ে টেস্টে প্রথমবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১৩ ১৮:২৮:১৫
চমক নিয়ে টেস্টে প্রথমবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-আফগানিস্তান

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে এই ফরম্যাটে শ্রীলঙ্কার মুখোমুখি হয়নি আফগানিস্তান ক্রিকেট দল। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে টেস্ট খেলবে আফগানরা।

আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্টের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংস্থাটি জানিয়েছে, শ্রীলঙ্কা সফরে আফগানরা তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে।

শ্রীলঙ্কা সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষেও এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ২ ফেব্রুয়ারি থেকে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরু করবে রশিদ খানরা। সেটি হবে আফগানদের ইতিহাসে অষ্টম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে ওয়ানডে এবং ১৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। শ্রীলঙ্কা সফর শেষে ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান।

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছে তারা। ২০১৯ সালের মার্চে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত ওই টেস্ট ৭ উইকেটে জিতেছিল আফগানরা।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ