বাবরের লড়াইয়ের পরও পাকিস্তানের বড় হার

অকল্যান্ডের ইডেন পার্কে রানের ফোয়ারা ছুটবে— সেটি আগেই জানা ছিল। এমন পূর্বাভাস নিয়ে খেলতে নেমে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাণ্ডব চালায় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল ও কেইন উইলিয়ামসনের ঝোড়ো ফিফটিতে কিউইরা ২২৭ রানের লক্ষ্য দাঁড় করায়। যা সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। লক্ষ্য তাড়ায় সাবেক পাক অধিনায়ক বাবর আজমের দ্রুতগতির ফিফটিও কাজে লাগেনি।
টিম সাউদির আগুনে বোলিংয়ে কিউইরা জিতেছে ৪৬ রানে। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান আজ (শুক্রবার) থেকে টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন অধ্যায় শুরু করেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এদিন টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠান তিনি। শুরুতে সফরকারীরা ব্রেকথ্রুও পেয়ে যায়।
শাহিন আফ্রিদির করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। তার ক্যাচ নেওয়া সাইম আইয়ুব এদিন একইকাজ চারবার করেছেন। যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। শুরুতে উইকেট হারানোর পরই কিউইরা তাদের তাণ্ডব শুরু করে। অধিনায়ক উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে পাক বোলারদের ওপর নাভিশ্বাস তোলেন ওপেনার ফিন অ্যালেন।
২৭ বলে দুজন ৪৯ রানের জুটি গড়েন। আব্বাস আফ্রিদির বলে ক্যাচ আউট হওয়ার আগে অ্যালেন ১৫ বলে ৩টি চার-ছক্কায় করেন ৩৪ রান। এরপর আরও বড় ঝড় সামলাতে হয় পাকিস্তানকে। উইলিয়ামসন ও মিচেল গড়েন ৭৮ রানের জুটি। তরুণ পেসার আব্বাসের বলে ফেরেন কিউই অধিনায়কও। ৪২ বলের ইনিংসে তিনি ৯টি চারের বাউন্ডারিতে ৫৭ রান করেন। কিউইদের হয়ে এরপর যিনিই ক্রিজে এসেছেন, ছড়ি ঘুরিয়েছেন সফরকারীদের বোলারদের ওপর।
মিচেলের তাণ্ডব থামে শাহিনের বলে ক্যাচ দিয়ে, এর আগে প্রায় ২২৬ স্ট্রাইকরেটে ব্যাট করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২৭ বলে মিচেল ৪টি করে চার-ছক্কায় ৬১ রান করেন। এছাড়া স্বাগতিকদের হয়ে গ্লেন ফিলিপস ১৯ (১১ বল) এবং মার্ক চাপম্যান করেন ২৬ রান (১১ বল)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন ও আব্বাস। তবে আব্বাসের ইকোনমি ছিল যৌথভাবে সবচেয়ে ভালো। এছাড়া দুই উইকেট শিকার করেছেন হারিস রউফ। বড় রানতাড়ায় ব্যাট করতে নেমে সফরকারীরাও ভালো শুরু পেয়েছিল।
ওপেনিং থেকে বাবরকে সরিয়ে দেওয়ার গুঞ্জন অনেকদিনের, যা বাস্তবায়ন হয়েছে এই ম্যাচ দিয়ে। তরুণ ওপেনার সাইম আইয়ুব শুরু থেকে আগ্রাসী মেজাজে। মাত্র ৮ বলে ২টি চার ও তিন ছক্কায় ২৮ রান তোলেন। কিন্তু এরপরই রানআউটের দুর্ভাগ্যে পড়তে হয় তাকে। তার বিদায়ের পর মিডল অর্ডারদের প্রায় সবাই ইনিংসের প্রয়োজন অনুসারে ব্যাট করার চেষ্টা চালিয়েছেন। তবে বাবর ছাড়া তাদের কেউ সেভাবে থিতু হতে পারেননি। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ১৪ বলে দুটি করে চার-ছক্কায় ২৫ রানে ফেরেন।
এছাড়া ফখর জামান ১০ বলে ১৫ এবং মোহাম্মদ ইফতিখার ১৭ বলে করেন ২৪ রান। শেষদিকে বাবর যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ জয়ের আশা ছিল পাকিস্তানের। তবে জয়ের আশা দেখিয়েও তিনি শেষ পর্যন্ত টিকতে পারেননি। ৩৫ বলে ৫৭ রান করে সাউদির বলে ক্যাচ দেন বাবর। এমন ইনিংস খেলতে তিনি ৬টি চার ও দুটি ছক্কার বাউন্ডারি হাঁকান। এছাড়া শেষদিকে আমের জামাল ৭ বলে ১৪ রান করে পরাজয়ের ব্যবধান কমান।
তবে দুই ওভার হাতে রেখেই ১৮০ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। কিউইদের হয়ে ২৫ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাউদি। এছাড়া অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স দুটি করে শিকার ধরেন, ইশ সোধি এক উইকেট নেন।
খেলা - এর সব খবর
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আছিয়ার শেষ স্বীকারোক্তি: আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)
- আ.লীগকে ৭৫% মানুষ সমর্থন করছে জাতিসংঘের জরিপ, জানা গেল সত্যতা
- শেয়ারবাজারে কারসাজি: বিএসইসি'র কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে সামনে এলো গুরুত্বপূর্ণ নাম
- আইপিএলে তাসকিনকে দলে নিবে কি না জানিয়ে দিলো লখনৌ
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার (১৩ মার্চ ২০২৫)
- আছিয়ার ধ/র্ষক দুলাভাই কে নিয়ে তথ্য দিলেন তার শ্রেণী শিক্ষক মাহফুজ
- মাগুরার আছিয়ার বোনের বক্তব্য: শোনেন আসল সত্যিটা (ভিডিওসহ)
- শিশু আছিয়া ধ/র্ষণ ও হ/ত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের আদালতে স্বীকারোক্তি
- বাড়লো সৌদি রিয়াল রেট বিনিময় হার
- শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট জানা গেল সত্যতা
- দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি
- মুস্তাফিজ নাকি তাসকিন আইপিএল খেলার জন্য কাকে এনওসি দিবে বিসিবি
- দ্য হান্ড্রেডে বাংলাদেশের ২৯ ক্রিকেটার শেষ হলো নিলাম
- বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার ঘোষণা
- বাংলাদেশের ব্যাংকিং খাত: শেয়ারবাজারে ঘুরে দাঁড়াচ্ছে ৬ সংকটাপন্ন ব্যাংক