ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

নতুন ঘর করবেন তাদের জন্য সুখবর, কমে গেলো লোহার দাম 

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ১০ ২৩:০৫:০১
নতুন ঘর করবেন তাদের জন্য সুখবর, কমে গেলো লোহার দাম 

লৌহ আকরিকের দাম কমছে। সোমবার (৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরেক ধাপ কমেছে। এর সঙ্গে টানা ৩ কার্যদিবস লোহার দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডার এবং মাইনিং ডটকম এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদনকারী ও ভোক্তা চীনে আকরিক লোহার চাহিদা দুর্বল রয়েছে। সেই সঙ্গে উৎপাদন নিম্নমুখী হয়েছে। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই শক্ত ধাতুটির দরপতন ঘটেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।

আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৯৯২ দশমিক ৫ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১৩৮ ডলার ৬৫ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সবচেয়ে কম।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত তৈরির মূল উপকরণের বেঞ্চমার্কের আগামী ফেব্রুয়ারির চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৭১ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১৩৭ ডলার ৬ সেন্টে।গত ২ জানুয়ারির পর যা সর্বনিম্ন।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সুচৌ ফিউচার্সের বিশ্লেষকরা বলেন, অনেক কারখানা এখনও লোকসান গুণছে। ফলে প্রত্যাশা করা হচ্ছে, আকরিক লোহার উৎপাদন আরও কমবে। স্বাভাবিকভাবেই চাহিদা অধিক নিম্নগামী হয়ে পড়বে। সঙ্গত কারণে কঠিন ধাতুটির দাম কমেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে