ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

প্রকাশিত হলো কোপা ডেল রে-র রাউন্ড অব সিক্সটিন, এক নজরে দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৯ ১৫:০৩:০৪
প্রকাশিত হলো কোপা ডেল রে-র রাউন্ড অব সিক্সটিন, এক নজরে দেখে নিন

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার সহজ পেয়েছে প্রতিপক্ষ। তবে কাতালান ক্লাবটির চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পেয়েছে কঠিন প্রতিপক্ষ। সোমবার (৮ জানুয়ারি) মাদ্রিদে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষ ষোলোর ড্র। এর পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চির প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা তাদের প্রতিপক্ষ হিসেবে স্প্যানিশ ফুটবলের তৃতীয় র‌্যাঙ্কের দল ইউনিস্টাসের মুখোমুখি হবে।

চলতি মৌসুমে দারুণ ফর্মে আছে রিয়াল। তারা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ১০০% জয়ের সাথে নকআউট পর্ব নিশ্চিত করেছে। এছাড়া লা লিগায় পয়েন্ট তালিকায়ও শীর্ষে রয়েছে দলটি। ঘরোয়া লিগে এখনও পর্যন্ত ১৯ ম্যাচে মাত্র একবার হেরেছে কার্লো আনচেলত্তির দল। তাও অ্যাটলেটিকোর বিপক্ষে।

কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে আগামী মঙ্গলবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও মুখোমুখি হবে এই দুই প্রতিপক্ষ। বার্সেলোনার জন্য চিন্তার কিছু নেই। কেননা তারা কোপা দেল রের শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দূর্বল ইউনিয়স্তাসের সামনে।

লা লিগায় এবারের চমক ভেরোনার বিপক্ষে খেলবে লিগে আরেক দল রায়ো ব্যাকানো। এখানে এক নজরে কোপা দেল রে শেষ ১৬ এর দিকে নজর দেওয়া হল:

ইউনিস্টাস-বার্সেলোনাটেনেরিফ-ম্যালোর্কাগেটাফে-সেভিয়াওসাসুনা-রিয়েল সোসিয়েদাদভ্যালেন্সিয়া-সেল্টা ভিগোঅ্যাটলেটিকো বিলবাও-আলাভেসঅ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদজিরোনা-রায়ো ভায়কানো

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ