ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শীতকে ঘিরে ভিন্ন খবর দিলো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৯ ১২:৩৮:৩৭
শীতকে ঘিরে ভিন্ন খবর দিলো আবহাওয়া অফিস

দেশের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা কমেছে। আজ রাতেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন সারাদেশে কুয়াশা আবার বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানান, সারাদেশের আবহাওয়া শুষ্ক এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে এবং কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশা মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সাময়িকভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপথ এবং সড়ক যোগাযোগ ব্যাহত করতে পারে।

এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। কুয়াশার কারণে সারাদেশে দিনের বেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে এবং বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তারফুল নেওয়াজ কবির আরও বলেন, আগামী পাঁচদিন তাপমাত্রা বাড়তে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে