ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

নির্বাচনের পর তামিম-সাকিবদের চোখ এখন অন্য আসরে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৯ ১২:২৫:৫১
নির্বাচনের পর তামিম-সাকিবদের চোখ এখন অন্য আসরে

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সাকিব আল হাসান থেকে তামিম ইকবাল, সবাই মাঠে সময় কাটাচ্ছেন।

গতকাল সোমবার সকালে অনুশীলন করেছেন তামিম। কোচ মিজানুর রহমান বাবুলের নির্দেশনায় জাতীয় দলের এই নির্ভরযোগ্য উদ্বোধনী ব্যাটসম্যান মিরপুরে তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন। জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএলকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলনে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। গতকাল সোমবার সকাল ১১টা থেকে ব্যাটিং অনুশীলন শুরু করে চাতলা এক্সপ্রেস। কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে অনুশীলন চালিয়ে যান তামিম।

একই দিনে অনুশীলনে অংশ নেন তাসকিন আহমেদ ও মুমিনুল হকও। এই দিনেই এই ফাস্ট বোলারের বিপক্ষে ব্যাট করেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল। ঢাকার ফাস্ট বোলার তাসকিন কয়েক ঘণ্টা বোলিং চালিয়ে যান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দক্ষতা দেখিয়েছেন তাসকিন। লোয়ার মিডল-অর্ডার বা টেইলেন্ডে তিনি সবসময় নির্ভরশীল। সে বুঝুক বা না বুঝুক, এভাবেই অনুশীলন করে।

মাত্র একদিন আগে সাকিব আল হাসান এমপি নির্বাচিত হন। বিকেলে মিরপুরে আসেন সাকিব। দুপুর ৩টার দিকে টাইগার ক্যাপ্টেন মিপুর ভেতরে আসেন। অনুশীলনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছেন তিনি। সাকিবের ঢোকার আগে এসেছিলেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। এরপর ফিজিও বায়েজদুল ইসলাম, তুষার কান্তি দাস হালদার ও চিকিৎসক মনজুর হোসেন ইন্দুর আসেন।

সাকিবকে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগ দিতে দেখা গেছে। নেটে ব্যাটিং করেছেন দীর্ঘ সময়। আঙুলের চোট কাটিয়ে আজ প্রথমবারের মতো ব্যাটিং অনুশীলনে নেমেছেন তিনি। তবে এর আগে নির্বাচনী কাজেও মাগুরায় ফিটনেস অনুশীলন করেছিলেন সাকিব।

এদিকে বিপিএলে দল পাওয়া ক্রিকেটারদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে মিরপুরে। এমন অবস্থায় বলা যায় মিরপুরে আবারও ক্রিকেটের উত্তাপ শুরু হয়েছে। ক্রিকেটারদের চোখ এখন বিপিএলে।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ