ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

বেকেনবাওয়ারের প্রয়াণে যা বললেন লিওনেল মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৯ ১১:০৭:৪২
বেকেনবাওয়ারের প্রয়াণে যা বললেন লিওনেল মেসি

লিওনেল মেসি একজন কিংবদন্তি ফুটবলার। ফুটবলে সম্ভাব্য সব শিরোপা জয়ের পর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রায় পুরো ক্যারিয়ারেই মাঠে নিজের পছন্দের অবস্থান নিয়ে খেলেছেন তিনি। ফ্রি-রোলিং প্লেয়ার হিসেবে অগণিত ফুটবল ভক্তের মন জয় করেছেন তিনি।

মেসির ফ্রি-রোল ফুটবল তার নিজের তৈরি নয়। এর পেছনে ছিলেন একজন জার্মান কিংবদন্তি। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ষাটের দশকের শেষের দিকে এবং সত্তর দশকের শুরুতে একজন 'লিবেরো' হিসেবে খেলেছিলেন। তারপর থেকে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফুটবল বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এই তারকা সোমবার মারা গেছেন।

বেকেনবাওয়ারের প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। সেই দুঃখ লিওনেল মেসিকেও স্পর্শ করেছে। জার্মান জায়ান্টের বিদায়ের পর নিজের ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন মেসি। শোকবার্তায় তিনি লেখেন, 'শান্তিতে ঘুমাও।'

জার্মান কিংবদন্তির মৃত্যু স্পর্শ করেছে মেসির সতীর্থ এবং বিশ্বকাপজয়ী লেফট ব্যাক নিকোলাস টালিয়াফিকোকেও। জার্মানির জার্সি পরিহিত বেকেনবাওয়ারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। শান্তিতে ঘুমাও কাইজার।

জার্মান ফুটবলে বেকেনবাওয়ার একটি অবিচ্ছেদ্য নাম। তিনি ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন। তিনি জার্মানির হয়ে মোট ১০৪টি ম্যাচ খেলেছেন। সত্তরের দশকে বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান কাপে হ্যাটট্রিকও করেছিলেন এই ডিফেন্ডার।

জার্মান ফুটবলে তার অসামান্য অবদানের জন্য তাকে কায়সার বা সম্রাট উপাধি দেওয়া হয়। বেকেনবাওয়ার ফুটবল বিশ্বের মাত্র তিনজন ফুটবলারের একজন যিনি একই সাথে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো, যিনি দুই দিন আগে একই কৃতিত্ব অর্জন করেছিলেন, সেই প্রান্তিকে পেরিয়ে গেলেন।

বেকেনবাওয়ার পৃথিবীকে বিদায় জানিয়েছেন গতকাল। পরিবারের পক্ষ থেকে গতকাল (স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিট) বিবৃতিতে বলা হয়, ‘খুব দুঃখের সঙ্গে আমরা ঘোষণা করছি, বাবা ও স্বামী ফ্রাঞ্জ বেকেনবাওয়ার গতকাল ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। এ সময় পরিবার তাঁর পাশে ছিল।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ