ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

এবার আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৬ ১৭:৩১:০৯
এবার আর্জেন্টিনার কোপা আমেরিকার জার্সি ফাঁস

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরুর আরও মাস পাঁচেক বাকি। মাস খানেক আগে মহাদেশীয় এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচিও প্রকাশ করা হয়েছিল। যেখানে ২০ জুন আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও এখনও তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।

এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জার্সি নিয়ে আলবিসেলেস্তে ভক্তদের আগ্রহের কমতি নেই, তবে আনুষ্ঠানিকভাবে কোপার জার্সি উন্মোচন হবে আরও পরে। কিন্তু এরইমধ্যে সামাজিক মাধ্যমে লিওনেল মেসিদের নতুন জার্সির ছবি ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে আর্জেন্টিনার হোম এবং অ্যাওয়ে জার্সিতে আগের চেয়ে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। আর্জেন্টাইন জার্সিতে রংয়ের কিছু পরিবর্তন আনা হয়েছে, বদলেছে হাতার ওপরের দিকের স্ট্রাইপ এবং ফেডারেশনের লোগোর (শিল্ড) রং। যা নিয়ে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস একটি প্রতিবেদন করেছে। চলতি বছর কাতার বিশ্বকাপজয়ীরা কয়েকটি প্রীতি ম্যাচের পর নামবে কোপার লড়াইয়ে।

যেখানে টানা দ্বিতীয় আসরের শিরোপা জয়ের লক্ষ্যে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে গত আসর দিয়ে যাদের নতুন জাগরণ ঘটেছিল। ২০১৬ সালে চিলির কাছে ফাইনাল হেরে কোপায় স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। পরের আসরে ২০২১ সালে তারা মারাকানায় শিরোপা উৎসবে মাতে। টিওয়াইসি স্পোর্টস বলছে, দুটি বিশেষ বক্সে সাজানো অবস্থায় আলবিসেলেস্তেদের নতুন জ্যাকেটের ছবি ‘ডিএ স্পোর্টসে’র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

যেখানে কাতারের বিশ্বকাপ জার্সির চেয়ে কয়েকটি পরিবর্তন দেখা যায় নতুন এই জার্সিতে। যেখানে জার্সির সামনের দিকে তিনটি আকাশী-নীল এবং চারটি সাদা রংয়ের ঘাঢ় লম্বালম্বি রেখা রয়েছে। তবে হোম জার্সিতে কাঁধ ও গলার ডিজাইনে কালো স্ট্রাইপের পরিবর্তে রাখা হয়েছে নীল রং। এছাড়া এএফএ’র লোগোর পুরোটা সোনালী রংয়ে ঢেকে গেছে, ফেডারেশনের নামে কালোর পরিবর্তে অঙ্কিত হয়েছে সাদা রংয়ে। এর আগে লোগোর ওপরের দিকে আর্জেন্টিনার পতাকার রং থাকলেও, এবার সেটি থাকছে না। এবার প্রথম কোনো কোপার আসর কিংবা বড় টুর্নামেন্টে তিন তারকা খচিত জার্সি পরে খেলবেন মেসি-আলভারেজরা।

যদিও বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ ও পরবর্তী আসরের বাছাইপর্বের ম্যাচেও তারা তিন তারকা জার্সি পরে খেলে আসছেন। নতুন জার্সিতে তিন তারকার অবস্থানেও কিছুটা বদল এসেছে। ডিজাইনের সঙ্গে ভারসাম্য রেখে প্রায় সমান উচ্চতার পিরামিড আকারে তারকাগুলো বসানো থাকবে এবারের জার্সিতে। তবে এই জার্সিতে বুক বরাবর ফিফা বিশ্বকাপের শিল্ড ব্যবহার করা হয়নি। যার পেছনে বহাল রয়েছে উজ্জ্বল সূর্যের প্রতীক। উল্লেখ্য, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপপর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে-অফ পেরিয়ে আসা একটি দল। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই।

১৩ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ফাইনাল হবে ১৪ জুলাই। আসন্ন আসরের ‘এ’ গ্রুপে লড়বে আর্জেন্টিনা, পেরু, চিলি ও প্লেঅফ বিজয়ী একটি দল। এছাড়া ‘বি’ গ্রুপে মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা; ‘সি’ গ্রুপে যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া এবং ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে, প্লেঅফ বিজয়ী আরেকটি দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে