ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

২০২৪ বিপিএলে থাকবে না দেশ সেরা ৩ আম্পায়ার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০৫ ১১:৩১:৪১
২০২৪ বিপিএলে থাকবে না দেশ সেরা ৩ আম্পায়ার

দরজায় কড়া নাড়ছে বিপিএল। টুর্নামেন্টের দশম আসর প্রদর্শিত হবে ১৯ জানুয়ারি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫ তম আসরটি বিপিএলের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে। এবারের টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। বিপিএলের শুরুতে বিশ্বকাপের রেফারি প্যানেলের অংশ থাকা বাংলাদেশের দুই রেফারি মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল উপস্থিত থাকবেন না। যুব বিশ্বকাপে রেফারি করবেন তারা।

এদিকে আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এখন আছেন অস্ট্রেলিয়ায়। যেখানে তিনি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে সিরিজ পরিচালনা করবেন। সৈকত, মুকুল, গাজী সোহেলকে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেশের সেরা তিন আম্পায়ার হিসেবে।

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসরটির শুরুতে তাদের না পেলেও সমস্যা দেখছে না বিসিবি। তানভীর আহমদে, মাহফুজুর রহমান, আলী আরমানসহ স্থানীয় ছয় জন আম্পায়ার বিপিএলে রাখছে বিসিবি। তাদের সঙ্গে থাকছেন তিন বিদেশি আম্পায়ার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড মিলনসকে পাঠাচ্ছে বিপিএলে। গতবারও তিনি বিপিএলে ছিলেন। পাকিস্তান থেকে আসছেন আসিফ ইয়াকুব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে একজন আম্পায়ার চাওয়া হলেও তাদের নিজেদের সিরিজ থাকায় দিতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে বিসিবি।

এবার বিপিএলে শুরু থেকে ডিআরএস থাকায় আম্পায়ারদের ‘স্বস্তি’ দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু, ‘ডিআরএস থাকলে ৯৫ থেকে ৯৮ শতাংশ সঠিক সিদ্ধান্ত দেখি আমরা। এটা আম্পায়ারদের কাছে স্বস্তির বিষয়।’

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ