ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী আঘাত, সুনামির আশঙ্কা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৪ জানুয়ারি ০১ ১৪:৫৬:৪৭
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী আঘাত, সুনামির আশঙ্কা

জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১ জানুয়ারি) দেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। আল জাজিরার খবর

ভূমিকম্পের পরই ইশিকাওয়া অঞ্চলে একটি সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার লোকদের উঁচু অঞ্চলে আশ্রয় নিতে বলা হয়েছে। জাপানের টেলিভিশন এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

এর প্রভাবে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে ৩.৩ ফুটের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এছাড়া এ অঞ্চলে আবারও ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে জাপানের আবহাওয়া এজেন্সি ধারণা করছে, সুনামির টেউয়ের উচ্চতা ১৬.৫ ফুট হতে পারে এবং এটি নোটো পর্যন্ত পৌঁছাতে পারে।

ভূমিকম্পের কারণে জাপানের রাজধানী টোকিওর আশপাশের ভবনগুলো দুলতে থাকে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানের কানসাই ইলেকট্রিক জানিয়েছে, ভূমিকম্প এলাকায় পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।

তবে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কারণে সমুদ্রের অনেক অংশের পানি বৃদ্ধি পেয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে