ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

দুর্দান্ত ফর্ম করে বাংলাদেশের বছর সেরা ক্রিকেটার শরিফুল (ভিডিও)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৩ ডিসেম্বর ৩১ ২৩:০১:২০
দুর্দান্ত ফর্ম করে বাংলাদেশের বছর সেরা ক্রিকেটার শরিফুল (ভিডিও)

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা শরিফুল ইসলাম। বোলিংয়ে সেরা বাংলাদেশ ক্রিকেটার ২০২৩। তিন ফরম্যাটেই দেশের সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েন তিনি। এখন অপরিহার্য হয়ে উঠেছে। কোচ-অধিনায়ক ও প্রতিপক্ষের প্রশংসাও পান তিনি।

ফিন অ্যালেনের চোখে বিভীষিকার নাম শরিফুল ইসলাম। নয় টি-টোয়েন্টিতে ছয়বারই এই পেসারের বলে আউট অ্যালেন। এক ব্যাটারকে বেশিবার আউটের রেকর্ডে শরিফুলের সঙ্গী থাকলেও টানা ছয় ম্যাচে আর কেউই কোনো ব্যাটারকে আউট করতে পারেননি। ২০২১-এ প্রথম, ২০২২ দুবার আর ২৩-এ তিনবার।

নিউজিল্যান্ডে, বাংলাদেশের উত্থানের মূলে বোলিং, আরও বিশেষ করে শরিফুল। ৩ ম্যাচ মিলিয়ে বাংলাদেশ পেসাররা নিয়েছেন ১০ উইকেট। তার ছয়টিই শরিফুলের। তাও আবার পুরো ওভার বোলিং করতে পারেননি বৃষ্টির বাধায়। তারপরও জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আর কোচ-অধিনায়কের মন।

তৃতীয় বাংলাদেশি হিসেবে দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজে সেরার পুরস্কার জিতলেন শরিফুল। তার ক্যারিয়ারে যা প্রথম। ২০২৩ সালটাই স্মরণীয় শরিফুলের জন্য। তিন ফরম্যাটে বাংলাদেশের সর্বাধিক উইকেট শিকারি, নিয়েছেন ৫২ উইকেট। টেস্টে ১২, ওয়ানডেতে ৩২ আর টি-টোয়েন্টিতে ৮টি।

খেলা - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ